পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেম সিং নাকি চামলিং! সিকিম বিধানসভা ভোটের ফল আজ কার পক্ষে জনতার রায়? - Sikkim assembly poll results - SIKKIM ASSEMBLY POLL RESULTS

Sikkim assembly poll results: লোকসভা ভোটের ফল বেরোনোর আগেই আরও এক রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশ হতে চলেছে রবিবার ৷

Sikkim assembly poll results
সিকিম বিধানসভা ভোটের ফল আজ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 9:00 AM IST

শিলিগুড়ি, 2 জুন: লোকসভা ভোটের ফল বেরনোর আগেই দেশের এক বিধানসভার ফল ঘোষণা হতে চলেছে আজ ৷ দেশের অন্যতম সৌন্দর্যে ভরা ছোট পাহাড়ি রাজ্য সিকিম বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে আজ রবিবার। একদিকে, রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) এবং অন্যদিকে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের (গোলে) সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)। চামলিং সিকিমের তিন বারের মুখ্যমন্ত্রী। আর সেই একচ্ছত্র আধিপত্যের মধ্যেই 2019 সালে বাজিমাত করেছিলেন প্রেম সিং তামাং।

32 বিধানসভা আসন বিশিষ্ট এই রাজ্যে রয়েছে মাত্র একটি লোকসভা আসন। তবে আগামী 4 জুন যেখানে গোটা দেশের লোকসভা নির্বাচনের গণনা শুরু হবে, তার আগে এই পাহাড়ি রাজ্যের ফলাফলের দিকে নজর থাকবে গোটা দেশের। রাজনৈতিক মহলের দাবি, এর পিছনে কারণ অবশ্য রয়েছে তিনটে। প্রথমত, 2019 সালের পর এই রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে অনেকটাই। দ্বিতীয়ত, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট শরিক এবং তৃতীয়ত, বাইচুং ভুটিয়ার মতো আইকনের চামলিং শিবিরে যোগ। তাতে এবারের সিকিমের ক্ষমতা কোন দিকে যায় সেদিকে তাকিয়েই গোটা দেশ। কারণ, যার শুরু ভালো, তার শেষ ভালো।

32 আসনের এই রাজ্যে 2019 বিধানসভা নির্বাচনে প্রেম সিং তামাংয়ের এসকেএম 17টি আসনে ও চামলিংয়ের এসডিএফ 15টি আসনে জয় পেয়েছিল। 2014-এর বিধানসভা নির্বাচনে এসডিএফ ও এসকেএম প্রত্যেকেই 32টি আসনে, বিজেপি 31টি আসনে, কংগ্রেস 12 আসনে এবং সিটিজেন এক্সন পার্টি অফ সিকিম সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। গত 19 এপ্রিল দেশের প্রথম দফার নির্বাচনের সঙ্গেই এই রাজ্যের বিধানসভা ভোটও হয়। ভোট দানের হার ছিল 79.88 শতাংশ। এদিন সকাল ছ'টা থেকে শুরু হয়েছে ভোট গণনা।

ABOUT THE AUTHOR

...view details