শিলিগুড়ি, 2 জুন: সিকিমে প্রেম সিং তামাংয়ের সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)-র ফের ক্ষমতায় আসার সম্ভাবনা জোরালো ৷ এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে এ বার প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) ছোট্ট পাহাড়ি রাজ্যে ক্ষমতা পুনরুদ্ধারে ব্যর্থ হবেন বলেই মনে করা হচ্ছে ৷ মোট 32টি বিধানসভার মধ্যে 29টিতেই এগিয়ে রয়েছে এসকেএম ৷ পরাজিত হয়েছেন চামলিং শিবিরের তারকা প্রার্থী বাইচুং ভুটিয়া ৷
চামলিং শিবিরে যোগ দেওয়া বাইচুং ভুটিয়া নামচির বারফুং আসনে লড়েন ৷ তিনি রিকশেল দর্জি ভুটিয়ার কাছে পরাজিত হয়েছেন ৷ পরাজিত হয়েছেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংও ৷ নামচির পোকলোক কামরাং আসনে তাঁকে পরাজিত করেন ভোজরাজ রাই । নামচিবুং আসনেও লড়েছিলেন চামলিং । সেখানেও তিনি পরাজয়ের পথে ৷
অপরদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে সোরেঙ্গ চাকুঙ্গ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন । এছাড়া রেহনক আসনেও লড়েছিলেন তিনি । সেখানেও বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রেম সিং গোলে । নামচি সিঙ্গিথান আসনে লড়ছেন প্রেম সিং গোলের স্ত্রী কৃষ্ণা কুমারি রাই । তিনিও ওই আসনে অনেকটাই এগিয়ে রয়েছেন । মোটের উপর 32টি আসনের মধ্যে 29টি আসনেই এগিয়ে রয়েছে প্রেম সিং তামাংয়ের সিকিম ক্রান্তিকারী মোর্চা ৷