আসানসোল, 20 ফেব্রুয়ারি: শিখ পুলিশ আধিকারিককে 'খালিস্তানি' বলার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ তার জেরে মঙ্গলবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের আসানসোলের বাড়ির বাইরে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ শিখ সম্প্রদায় ৷ অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে আসানসোল ভগত সিং মোড়ে বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানান শিখ সম্প্রদায়ের মানুষজন ৷ তাদের দাবি অবিলম্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে ৷ এমনকী এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, তিনি ক্ষমা না চাইলে রাজ্যজুড়ে বনধ ডাকবে শিখ সম্প্রদায়ের সংগঠন ৷
পশ্চিম বর্ধমানের আসানসোলের বিদ্যাসাগর সরণিতে রয়েছে অগ্নিমিত্রা পলের পৈর্তৃক বাড়ি ৷ আসানসোলে এলে তিনি এখানেই থাকেন এবং এখান থেকেই দলীয় কাজকর্ম পরিচালনা করেন ৷ আজ সেই বাড়ির সামনে পতাকা হাতে 'শুভেন্দু অধিকারী হায় হায়' স্লোগানে বিক্ষোভ দেখালেন বার্নপুর গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সদস্যরা ৷ এই কমিটির সচিব সুরিন্দর সিং বলেন, "আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ কর্মসূচি নিয়ে সন্দেশখালিতে যান ৷ এদিকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সেখানে উপস্থিত পুলিশ প্রশাসন তাঁর হেফাজতের জন্যই উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্যে এক শিখ পুলিশ আধিকারিক আইপিএস জসপ্রীত সিং শুভেন্দু অধিকারীর পথ আটকালে ওই শিখ পুলিশ আধিকারিককে তিনি বলেন, 'হট, খালিস্তানি' ৷ এই ঘটনায় আমরা ক্ষুব্ধ ৷"