পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিনে দুপুরে ছিনতাইয়ের চেষ্টায় চলল গুলি, গড়িয়ায় গ্রেফতার 1 - Robbery attempt in garia

Garia Robbery Incident: দিনেদুপুরে ছিনতাইয়ের চেষ্টা ৷ শূন্যে গুলি ছোড়ার অভিযোগ কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে ৷ গ্রেফতার এক অভিযুক্ত ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 6:28 PM IST

Updated : Apr 5, 2024, 6:34 PM IST

কলকাতা, 5 এপ্রিল: খাস কলকাতায় ছিনতাইয়ের চেষ্টা। মহিলার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা একদল যুবকের। সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার শুরু করলে এলাকার বাসিন্দারা জড়ো হয়ে যান । এরপরই ভয় পেয়ে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। তবে বাসিন্দাদের তৎপরতায় ধরা পড়ে এক যুবক ৷ খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় যুক্ত বাকি যুবকদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

দিনে দুপুরে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা তদন্ত নেমে পুলিশ রাস্তার ধারে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে। পাশাপাশি আশেপাশের থানা গুলিকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এলাকার বাসিন্দারা পুলিশকে জানিয়েছে, এদিন এক মহিলা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তাঁর ব্যাগ ধরে টানাটানি করতে থাকেন বাইকে থাকা চার থেকে পাঁচ জন যুবক। সেই সময় মহিলা প্রতিবাদ করলে আশেপাশের অটোচালক থেকে শুরু করে পথ-চলতি মানুষ জড়ো হয়ে যান ৷

লোক জড়ো হতে দেখেই কার্যত ভয় পেয়ে যুবকের মধ্যে একজন একটি আগ্নেয়াস্ত্র বার করে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালান। তারপরেই তাঁরা চম্পট দেন ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তবে লালবাজার সূত্রের খবর এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোন গুলির খোল বা কারতুজ উদ্ধার হয়নি। পাশাপাশি ওই মহিলার সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। সঠিক কী ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপা,শি গ্রেফতা হওয়া ওই যুবককে জেরা করে ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছেন এবং তাঁরা কোথা থেকে এসেছিলেন তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Last Updated : Apr 5, 2024, 6:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details