কলকাতা, 19 নভেম্বর: দীর্ঘ টালবাহানা পর অবশেষে ধর্মতলা চত্বরে শুরু হতে চলেছে কলকাতা মেট্রো নেটওয়ার্কের পার্পল লাইনের কাজ ৷ বিধান মার্কেটের জন্য এই লাইনের কাজ আটকে ছিল ৷ সেনা বিভাগ থেকে অনুমতি পাওয়ার পর ধর্মতলায় বিধান মার্কেটকে পুনর্বাসন দেওয়া হচ্ছে কার্জন পার্কে ৷
কলকাতা মেট্রোর পার্পল লাইনের দৈর্ঘ্য 14 কিমি ৷ এই লাইনের একদিকে শুরু হচ্ছে জোকা এবং অন্যদিকে পার্পল লাইনের শেষ স্টেশন এসপ্ল্যানেড ৷ বর্তমানে এই লাইনে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রোরেল চলাচল করে মোট আট কিলোমিটার পথ ৷
এসপ্ল্যানেডে স্টেশনটি তৈরি করার জন্য ধর্মতলার বিধান মার্কেটের নীচ দিয়ে কাজ হবে ৷ তাই ওই অঞ্চলে কাজের জন্য ধর্মতলায় বিধান মার্কেট বা ময়দান মার্কেট সরানো নিয়ে সমস্যা দেখা দিয়েছিল ৷ কারণ, কাজের জন্য পুরো মার্কেটটা ভেঙে ফেলার কথা উঠলে ধর্মতলায় ব্যবসায়ী মহল বাধা দেয় ৷
এর সমাধান সূত্র বের করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, মেট্রার কাজ চলাকালীন বিধান মার্কেটের ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া হবে কার্জন পার্কের একটি ভাড়া বাড়িতে ৷ এদিকে কার্জন পার্ক সেনাবাহিনীর আওতায় ৷ সেনার পক্ষ থেকে এই প্রস্তাবে আপত্তি জানানো হয় ৷ সেনা জানায়, বিধান মার্কেটের কোনও বৈধতা নেই ৷ তাই ওখানকার ব্যবসায়ীদের সেনার জমিতে পুনর্বাসন দেওয়া যাবে না ৷
এরপর বহুদিন থমকে থাকে পার্পল লাইনের কাজ ৷ শেষে প্রতিরক্ষা বিভাগের হস্তক্ষেপে সেনার অনুমতি সাপেক্ষে 528 জন ব্যবসায়ীকে অস্থায়ীভাবে পুনর্বাসন দেওয়া হচ্ছে কার্জন পার্কের ভবনটিতে ৷ এর পাশাপাশি এই অংশের কাজ করছে যে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল সংস্থা, তাদেরও কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে বলে খবর ৷