পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাত পোহালেই ভোট গণনা, ফলঘোষণার আগে সাধের মিষ্টিতেও রাজনীতির রং! - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Sweets in Different Political Colours: মঙ্গলবারই নির্ধারণ হয়ে যাবে দিল্লির মসনদ কার দখলে যাচ্ছে ৷ যে দলই জিতুক না কেন, সেলিব্রেশন হবে মিষ্টি দিয়েই ৷ সে কথা মাথায় রেখে গেরুয়া থেকে সবুজ কিংবা লাল-সাদা, নানা স্বাদের মিষ্টিতেও লাগল রাজনীতির রং ৷

Sweet for Vote Result
মিষ্টিতেও লেগেছে রাজনীতির রং (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 11:03 PM IST

কলকাতা/পাণ্ডুয়া, 3 জুন: উৎসবের মরশুম মানেই মিষ্টি মুখ। তাই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবও মিষ্টি ছাড়া একেবারেই ভাবতে পারে না আম বাঙালি। তাই মঙ্গলে ফলাফলের আগে বিভিন্ন জায়গায় রাজনীতির প্রতীক চিহ্নে মিষ্টি তৈরি হচ্ছে জোর কদমে। কলকাতা থেকে হুগলি, নানা রঙের মিষ্টি তৈরিতে ব্যস্ত কারিগররা ৷ সবুজ-গেরুয়া রঙের রসগোল্লা, বোঁদে থেকে নানা ধরনের সন্দেশে লেগেছে রাজনীতির রং ৷

ফলাফলের আগে সাধের মিষ্টিতেও রাজনীতির রং (ইটিভি ভারত)

কলকাতার এক মিষ্টান্ন প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, পুজোর মতো গণতন্ত্রের উৎসবে মেতে উঠতে সকলে প্রস্তুত ৷ বিরোধী থেকে শাসক শিবির, জিতবে কে, তা সময় বলবে, আপাতত গেরুয়া রঙ ও সবুজ রঙের মিষ্টির চাহিদা তুঙ্গে ৷ অর্থাৎ তৃণমূল, বিজেপি, বাম ও কংগ্রেস নানা ছাপের, নানা রঙের মিষ্টির পসরা সাজিয়ে তৈরি মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলি ৷

  • মিষ্টি রাজনীতি ! কামড় দেবেন নাকি সিপিআইএম-কংগ্রেস-তৃণমূল ও বিজেপিতে ?

    অন্যদিকে, হুগলির বিভিন্ন মিষ্টির দোকানে ধরা পড়েছে একই ছবি ৷ হুগলির ব্যবসায়ী বিশ্বজিৎ পাল জানান, অন্যান্য উৎসবের মতোই ভোটও একটা উৎসব। তাই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দেওয়া সন্দেশ তৈরী হয়েছে। ভোট শেষ হওয়ার পর এক্সিট পোল প্রকাশ হতে মিষ্টির বিক্রি বেড়েছে। বড় অর্ডারও আসছে। বিভিন্ন দামের সন্দেশ রয়েছে। ভোটের ফল বেরোনোর পর মিষ্টির চাহিদা আরও বাড়বে বলা বাহুল্য।

অন্যদিকে, এক্সিট পোল যাই বলুক না কেন জেতা নিয়ে একশো শতাংশ নিশ্চিত তৃণমূল ৷ পাণ্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বলেন, "বৃষ্টি যে রঙেরই হোক, মানুষ সবুজ মিষ্টি বেছে নিয়েছে। মঙ্গলবার সবুজ ঝড় উঠবে, সেই অপেক্ষায় রয়েছি আমরা।" অন্যদিকে পাণ্ডুয়ার বিজেপি নেতা অমিতাভ ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় উঠছে ৷ দেশেও আবার মোদি সরকার তৈরি হবে। মঙ্গলবারের ফলেই দেখা যাবে গেরুয়া মিষ্টির চাহিদা।" রাত পোহালেই ভোটের ফলাফল ৷ তারপরেই জানা যাবে গেরুয়া রসগোল্লা বাজাত মাতাচ্ছে নাকি সবুজ রঙের সন্দেশ ৷

ABOUT THE AUTHOR

...view details