পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দু’বছরে চিংড়ি রফতানি করে শাহজাহানের মুনাফা 104 কোটি ! খতিয়ে দেখছে ইডি - Sheikh Shahjahan - SHEIKH SHAHJAHAN

Sheikh Shahjahan: চিংড়ি রফতানিতে বেশি মুনাফার জন্য ভেড়ি মালিকদের থেকে কমদামে চিংড়ি কিনতেন শেখ শাহজাহান ৷ এমনই তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে ৷ দু’বছরে চিংড়ি রফতানি করে শাহজাহান 104 কোটি টাকা মুনাফা করেছে বলে জানতে পেরেছে ইডি ৷ আপাতত সবটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

Sheikh Shahjahan
Sheikh Shahjahan

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 6:55 PM IST

কলকাতা, 2 এপ্রিল: শেখ শাহজাহানের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ উঠেছে, এবার সামনে এল আরও একটা অভিযোগ ৷ কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে বিদেশে চিংড়ি রফতানি করে কোটি কোটি টাকা মুনাফা করেছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া এই নেতা ৷ শুধু দু’বছরে তিনি মুনাফা করেছেন 104 কোটি টাকা ৷ এই ব্যবসায় আধিপত্য বজায় রাখতে ভেড়ি মালিকদেরও হুমকি দিতেন তিনি ৷ তাঁদের থেকে কমদামে চিংড়ি কিনে, সেটাই রফতানি করতেন ৷

কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, 2018 সাল থেকে উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালিতে উত্থান হয় শেখ শাহাজাহানের । তার পর ধীরে ধীরে শুরু হয় তাঁর ‘অগ্রগতির’ পথচলা । 2019 সাল থেকে 20 সাল পর্যন্ত শেখ শাহজাহানের নামে একাধিক জমি-বাড়ি এবং আয় বহির্ভূত একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।

ইতিমধ্যেই শেখ শাহজাহানের অ্যাকাউন্ট দেখভাল করার দায়িত্বে যিনি ছিলেন, তাঁকে ডেকে তাঁর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা । আর সেই রেকর্ড করা বয়ানের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পেরেছেন, 2021 সালে সন্দেশখালিতে একাধিক চিংড়ি মাছের ভেরি তৈরি করেন শেখ শাহাজাহান ও তাঁর অনুগামীরা । পাশাপাশি এলাকার যেসব ব্যবসায়ীদের চিংড়ি মাছের ভেড়ি ছিল, তাঁদের নিজের অফিসে ডেকে পাঠান । সেখানেই চলে একটি বিশেষ বৈঠক ।

সেই বৈঠকে ওই এলাকার অন্যান্য চিংড়ি মাছের ভেড়ির ব্যবসায়ীদের শেখ শাহজাহান কার্যত হুমকি দিয়েছিলেন । ভেড়িতে চিংড়ি মাছের প্রতিপালনের দায়িত্ব থাকবে ব্যবসায়ীদের উপর । কিন্তু চিংড়ি মাছগুলি বড় আকারের হলে, তা কমদামে বিক্রি করতে হবে সরবেড়িয়ায় শেখ শাহাজাহানের বাজারে ।

ভেড়ি মালিকরা শাহজাহানের ‘হুকুম’ মেনেই চলতেন ৷ কমদামে সেই চিংড়ি কিনে বাংলাদেশে রফতানি করতেন শাহজাহান ৷ এতে মুনাফাও বেশি হত তাঁর ৷ এই বিষয়ে তদন্তে নেমে ইডির গোয়েন্দারা জানতে পেরেছেন, আর শাহজাহান নিয়ন্ত্রিত এসকে সাবিনা ফিশারি সংস্থায় ম্যাগনাম এক্সপোর্টসের মাধ্যমে এসেছিল 104 কোটি টাকা । 2021-22 ও 2022-23 অর্থবর্ষে ওই টাকা এসেছিল । আবার অনুপকুমার সোম নামে এক ব্যবসায়ীর থেকে 2023-24 অর্থবর্ষে আসে ৩৩ কোটি টাকা । ইডি আধিকারিকরা এই প্রত্যকেটি বিষয় তারা তদন্ত শুরু করেছেন ।

আরও পড়ুন:

  1. 10 বছরে 137 কোটি টাকা একাধিক প্রভাবশালীর অ্যাকাউন্টে পাঠিয়েছে শাহজাহান !
  2. তদন্তে সাহায্য করছেন না শাহজাহান, হেফাজতে চেয়ে আদালতে ইডি
  3. শাহজাহানকে আড়ালের চেষ্টা! সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনে কেস ডাইরি চাইল আদালত

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details