কলকাতা, 2 এপ্রিল: শেখ শাহজাহানের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ উঠেছে, এবার সামনে এল আরও একটা অভিযোগ ৷ কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে বিদেশে চিংড়ি রফতানি করে কোটি কোটি টাকা মুনাফা করেছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া এই নেতা ৷ শুধু দু’বছরে তিনি মুনাফা করেছেন 104 কোটি টাকা ৷ এই ব্যবসায় আধিপত্য বজায় রাখতে ভেড়ি মালিকদেরও হুমকি দিতেন তিনি ৷ তাঁদের থেকে কমদামে চিংড়ি কিনে, সেটাই রফতানি করতেন ৷
কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, 2018 সাল থেকে উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালিতে উত্থান হয় শেখ শাহাজাহানের । তার পর ধীরে ধীরে শুরু হয় তাঁর ‘অগ্রগতির’ পথচলা । 2019 সাল থেকে 20 সাল পর্যন্ত শেখ শাহজাহানের নামে একাধিক জমি-বাড়ি এবং আয় বহির্ভূত একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।
ইতিমধ্যেই শেখ শাহজাহানের অ্যাকাউন্ট দেখভাল করার দায়িত্বে যিনি ছিলেন, তাঁকে ডেকে তাঁর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা । আর সেই রেকর্ড করা বয়ানের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পেরেছেন, 2021 সালে সন্দেশখালিতে একাধিক চিংড়ি মাছের ভেরি তৈরি করেন শেখ শাহাজাহান ও তাঁর অনুগামীরা । পাশাপাশি এলাকার যেসব ব্যবসায়ীদের চিংড়ি মাছের ভেড়ি ছিল, তাঁদের নিজের অফিসে ডেকে পাঠান । সেখানেই চলে একটি বিশেষ বৈঠক ।