পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যোগী আদিত্যনাথকে হুমকি দিয়ে ভুল করেছে ছেলে, দাবি আতাউলের বাবার - SHEIKH ATAUL THREATS ADITYANATH

নয়ডা পুলিশ আগ্নেয়াস্ত্র গুঁজে দিয়ে আতাউলকে ফাঁসিয়েছে বলে অভিযোগ তাঁর বাবার ৷ পাশাপাশি, বাংলাদেশি হওয়ার অভিযোগও খারিজ করলেন বৃদ্ধ ওসমান গনি ৷

SHEIKH ATAUL THREATS ADITYANATH
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুমকি দেওয়া ভুল হয়েছে শেখ আতাউলের, বললেন তাঁর বাবা ওসমান গনি ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

মালদা, 18 ডিসেম্বর: নিতান্তই গরিব পরিবার ৷ বাড়িঘরও তেমন মজবুত নয় ৷ এই বাড়িরই ছেলে 40 বছরের শেখ আতাউল ৷ তাঁকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে নয়ডার সেক্টর 39 থানার পুলিশ ৷ সেই খবর গ্রামে পৌঁছতেই উদ্বেগে পরিবার ৷

তবে, প্রত্যেকেরই এক বক্তব্য, আতাউল প্রকাশ্যে হুমকি দিলেও, তাঁর হাতে ছুরি আর আগ্নেয়াস্ত্র গুঁজে দেওয়া হয়েছে ৷ আর সেটা নয়ডা পুলিশ করেছে বলে অভিযোগ ৷ আর আতাউলের বিরুদ্ধে বাংলাদেশি হওয়ার অভিযোগ খারিজ করেছে তাঁর পরিবার ৷ মালদার বাসিন্দা আতাউলের বাবা ওসমান গনির দাবি, তাঁরা কয়েকশো বছরের ভারতীয় বাসিন্দা ৷

নয়ডা পুলিশের হাতে ধৃত শেখ আতাউলের মালদার বাড়ি ৷ (নিজস্ব চিত্র)

ধৃত শেখ আতাউলের বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের সাহাপুর গ্রামে ৷ বাবা ওসমান গনি বৃদ্ধ হয়েছেন ৷ এখনও কৃষিকাজ করেন তিনি ৷ কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন আতাউলের মা ৷

গ্রামবাসীদের বক্তব্য, আতাউলের মানসিক সমস্যা রয়েছে ৷ হামেশা আবোল-তাবোল বলেই থাকেন তিনি ৷ হঠাৎ করে রেগে যান ৷ তাঁর এক বোনও পুরোপুরি মানসিক ভারসাম্যহীন ৷ বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী ও চার ছেলেমেয়ে ৷ মাস পাঁচেক আগে দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন তিনি ৷ সেখানে কখনও রিকশা চালান, কখনও বা টোটো ৷

ভিনরাজ্যে আতাউলের অস্থায়ী আস্তানা শাহিনবাগ এলাকায় ৷ সম্প্রতি একটি সংবাদমাধ্যমের ক্যামেরায় তিনি যোগী আদিত্যনাথকে হুমকি দেন বলে অভিযোগ ৷ তার প্রক্ষিতেই মঙ্গলবার শাহিনবাগ থেকে তাঁকে গ্রেফতার করে নয়ডা পুলিশ ৷

আতাউলের বাবা ওসমান গনি বলছেন, "আমার ছেলে দিল্লিতে খাটতে গিয়েছে ৷ ওখানে রিকশা কিংবা টোটো চালায় ৷ ওর কাছে সাংবাদিকরা গিয়েছিলেন ৷ প্রশ্ন করেছিল ৷ আমার ছেলেটার মাথা সবসময় ঠিক থাকে না ৷ উত্তরে ও আজেবাজে কথা বলে ফেলেছে ৷ ছোট থেকেই ও আবোল তাবোল কথা বলে ৷ গ্রামের সবাই জানে ৷ ওর সঙ্গে আগ্নেয়াস্ত্র বা অন্য কোনও অস্ত্র নেই ৷ ওকে ফাঁসানো হয়েছে ৷ আর আমরা বাংলাদেশি নই ৷ দু’শো বছরের বেশি সময় ধরে আমরা এখানে আছি ৷ আমার ছেলে ভুল করেছে, অন্যায় করেছে ৷ আমি ওর রেহাই চাইছি ৷"

স্বামীর গ্রেফতারির কথা শুনে ভয়ে বুক শুকিয়ে গিয়েছে আঞ্জুমানা বিবির ৷ তিনি বলেন, "শুনেছি, ও মুখ্যমন্ত্রীকে অন্যায় কথা বলে দিয়েছে ৷ আমরাও চিন্তা করছি, ও এমন কথা কেন বলল ? তবে, ওর একটু মানসিক সমস্যা আছে ৷ মাঝেমধ্যেই রেগে যায় ৷ ওর এই রোগ নিয়ে আমরাও চিন্তায় থাকি ৷ তবে, আমরা কোনোভাবেই বাংলাদেশি নই ৷ আমাদের বাবা, দাদু সবাই এখানেই রয়েছে ৷ আর ওর হাতে অস্ত্রশস্ত্র দিয়ে ওকে ফাঁসানো হয়েছে ৷ ও বাজে কথা বলেছে, সেটা ঠিক ৷ কিন্তু, ওর সঙ্গে কোনও অস্ত্র ছিল না ৷"

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা মন্তব্যকে সমর্থন করছেন না আতাউলের ছেলে শেখ সাহাবুদ্দিনও ৷ তাঁর বক্তব্য, "গতকাল রাতে ফেসবুক খুলে দেখি, একটি ছেলে তার স্ট্যাটাসে আমার বাবার ভিডিয়ো দিয়েছে ৷ ওই ভিডিয়োতে দেখি, বাবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে কুমন্তব্য করেছে ৷ তারপর থেকে আমি আর ফেসবুক খুলিনি ৷ আমি জানি, বাবা খুব খারাপ কাজ করে ফেলেছে ৷ বাবা একটু বেশি কথা বলে ৷ সামান্য কারণে মেজাজ গরম হয়ে যায় ৷ তখন বেশি করে এলোমেলো কথা বলে ফেলে ৷"

আতাউল যে কোনোভাবেই আগ্নেয়াস্ত্র কিনতে পারবেন না, তা নিয়ে নিশ্চিত গ্রামবাসী শেখ ইসরাইলও ৷ তিনি বলেন, "আতাউল একটু উগ্র স্বভাবের ৷ গ্রামের সবাই সেকথা জানে ৷ ওর মা’ও খানিকটা মেজাজি ছিল ৷ আর বোনটা তো একেবারে মানসিক ভারসাম্যহীন ৷ তবে, আতাউল যে ভাষায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কুমন্তব্য করেছে, তা নিন্দাজনক ৷ এটা বলা তাঁর ঠিক হয়নি ৷ এর জন্য আমরাও ক্ষমা চাইছি ৷ এরা নিরীহ গরিব মানুষ ৷ চারটে ছেলেমেয়ে রয়েছে ৷ ওঁর জন্য, ওঁর স্ত্রীও দুঃখে রয়েছে ৷ ওঁর কাছে অস্ত্র থাকতে পারে না ৷ হয়তো পুলিশের মারের ভয়ে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করতে বাধ্য হয়েছে ৷ আর গোটা গ্রামে ওঁদের পরিবারই সবচেয়ে খানদানি ৷ অনেক পুরোনো পরিবার ৷ ওঁর দাদুর নাম বুনিয়াদ আলি ৷ তাঁর নামে একটি পাড়ার নাম রয়েছে ৷ আমার বাবারাও ছোট থেকে ওঁদের দেখে এসেছে ৷"

এ নিয়ে জেলা পুলিশের এক শীর্ষকর্তা বলছেন, "শেখ আতাউল মালদার রতুয়া এলাকার বাসিন্দা হলেও, তাঁকে দিল্লির শাহিনবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ ৷ উত্তরপ্রদেশের পুলিশের তরফে এখনও এ নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি ৷ ফলে এই মামলা সম্পর্কে আমরা এখনই কিছু বলতে পারব না ৷"

ABOUT THE AUTHOR

...view details