আসানসোল, 23 ফেব্রুয়ারি: আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে শত্রুঘ্ন সিনহার আর তারপরেই দলীয় নেতৃত্বদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুরু করলেন শত্রুঘ্ন-জায়া । আসানসোল পৌরনিগমে গিয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গেলেন পুনম সিনহা । শুক্রবার হঠাৎ করেই তিনি যান আসানসোল পৌরনিগমে । মেয়র বিধান উপাধ্যায়ও খুশি হন শত্রুঘ্ন-জায়ার আগমনে। সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে পুনম সিনহা বলেন, "আমার স্বামী সাংসদ হয়ে যা কাজ করেছেন, কোনও সাংসদ তা আসানসোলের জন্য করেননি ।"
লোকসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে। প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই আসানসোলের লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করা হয়েছে । ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতিসভা সেরে ফেলেছেন শত্রুঘ্ন সিনহা নিজে। এবার তাঁর স্ত্রীকেও দেখা গেল জনসংযোগে নেমে পড়তে । গত উপনির্বাচনে ভোটের প্রচারে স্ত্রী পুনম সিনহাকে নিয়ে বেশ কয়েকটি জনসভা এবং রোড শো করেছিলেন শত্রুঘ্ন সিনহা । জেতার পরেও বেশ কিছু অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে নিয়েই যেতেন তিনি।
এ বার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরে শত্রুঘ্ন সিনহার স্ত্রী জনসংযোগে কার্যত নেমে পড়েছেন বলেই রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা। আর আসানসোলে এসেই তিনি প্রথমে দেখা করলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে । শত্রুঘ্নজায়া পুনম সিনহা বলেন, "ভোটের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি । কারণ আমাদের এগিয়ে থাকতে হবে । সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম । কিন্তু অনেক কাজের কথাও হয়েছে ।" তিনি আরও বলেন, "আমার স্বামী সাংসদ হয়ে যা কাজ করেছেন আসানসোলে সেই কাজ কোনও সাংসদ কখনও করেনি । আগামীতেও আরও অনেক কাজ হবে ।"