পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটে অশান্তি পাকাতেই সন্দেশখালিতে অস্ত্র মজুত করা হয়েছিল, তৃণমূলকে আক্রমণ শান্তনুর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Shantanu Thakur on Sandeshkhali: দ্বিতীয় দফা ভোটের দিন ফের শিরোনামে সন্দেশখালি ৷ গোপন সূত্রে খবর পেয়ে সিবিআইয়ের তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র থেকে শুরু করে বোমা পর্যন্ত ৷ এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ৷ তাঁর দাবি, ভোটের সময় কাজে লাগাতেই অস্ত্র মজুত করছিল তৃণমূল।

Etv Bharat
মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 5:22 PM IST

ভোটে অশান্তি পাকাতেই সন্দেশখালিতে অস্ত্র ভাণ্ডার

বারাসত, 26 এপ্রিল: দ্বিতীয় দফায় রাজ্যের তিন কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ণ ভোট হলেও উত্তেজনা তৈরি হল সন্দেশখালিতে ৷ ত্রাস জেলবন্দি হলেও সন্দেশখালিে থেকে উদ্ধার হল একাধিক অস্ত্র-বোমা ৷ ভোটে অশান্তি ছড়াতেই সেখানে মজুত করা হয়েছিল অস্ত্র, বিস্ফোরক দাবি বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের ৷

শুক্রবার বারাসতে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে শান্তনু ঠাকুর বলেন, "এ নিয়ে কোনও সন্দেহ নেই, সন্দেশখালিতে অস্ত্র ভাণ্ডার মজুত করা হয়েছিল ভোটের কাজে ব‍্যবহার করার জন্যই। আমি তো আগেই বলেছিলাম, ও (শাহজাহান) মায়ানমারে গিয়েছিল শক্তি জোগাতে। শক্তি জুগিয়ে যখন সবকিছু তৈরি, তখন ওকে ধরা হয়েছে। এর সঙ্গে সম্পূর্ণভাবে প্রশাসনের মদত রয়েছে।"

পাশাপাশি, শান্তনু তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকেও তীব্র আক্রমণ করেন। শান্তনু বলেন, "তৃণমূল নেতাদের ধর্ম হল ঠাকুরবাড়ির সদস্যদের গালাগাল দেওয়া। আবার দরকার পড়লে সেই ঠাকুরবাড়িই শরণাপন্ন হওয়া। বিশ্বজিৎ দিনরাত ঠাকুরবাড়িকে গালাগাল দেন। আবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সেই ঠাকুরবাড়িতেই প্রণাম করতে গিয়েছেন।"

উল্লেখ্য, এদিনই সন্দেশখালির সবেড়িয়া গ্রামে এক তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সিবিআই। যার মধ্যে অধিকাংশই বিদেশি। শুধু অস্ত্র নয়! প্রচুর পরিমাণে বোমা, কার্তুজও বাজেয়াপ্ত হয়েছে সেখান থেকে। ভোটের মুখে শাহজাহানের গড়ে বিপুল এই অস্ত্র ভাণ্ডারের হদিস মেলায় শোরগোল পড়ে গিয়েছে সেখানে । পাশাপাশি, এলাকায় নামানো হয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডও (NSG) ৷ এলাকায় রয়েছে সিআরপিএফ ও সিবিআই ৷ রোবট দিয়ে এলাকায় চালানো হচ্ছে তল্লাশি ৷ বাড়ির পাশাপাশি ভেড়ি এলাকাগুলিতে রোবট নিয়ে তল্লাশি চালানো হচ্ছে ৷ আর কোথাও বোমা লুকানো রয়েছে কি না, তারই সন্ধানে চলছে তল্লাশি ৷

ABOUT THE AUTHOR

...view details