পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মতুয়া ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি লস্করের, রাজ্য পুলিশে চিঠি শান্তনুর - Matua Thakurbari Bomb Threat - MATUA THAKURBARI BOMB THREAT

Shantanu Thakur: এনআরসি নিয়ে বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। সোমবার দুপুরে এমনই একটি হুমকির চিঠি পেয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজি এবং বনগাঁ জেলা পুলিশকে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন তিনি।

SHANTANU THAKUR
ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি লস্করের, রাজ্য পুলিশে চিঠি শান্তনুর

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 10:38 PM IST

মতুয়া ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি লস্করের

ঠাকুরনগর, 9 এপ্রিল: এনআরসি নিয়ে বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। হামলা হবে পরিবারের উপরও। সোমবার দুপুরে এমনই একটি হুমকির চিঠি পেয়েছেন বলে দাবি করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজি এবং বনগাঁ জেলা পুলিশকে ইমেল মারফত অভিযোগ জানালেন শান্তনু। একইসঙ্গে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন তিনি। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী।

শান্তনু জানান, গতকাল দুপুরে তার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে একটি হুমকির চিঠি এসে পৌঁছায়। যে চিঠিটি দেগঙ্গা থেকে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার নাম করা পাঠানো হয়েছে। সেখানে বাংলা হরপে লেখা, "পশ্চিমবাংলায় এনআরসি হলে এবং তার ফলে মুসলমানদের উপর অত্যাচার হলে পশ্চিমবাংলা তথা সমগ্র ভারত জ্বলবে এবং আপনাদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। কেউ আপনাদের ঠাকুরবাড়িকে বাঁচাতে পারবে না। লস্কর-ই-তইবার নাম শুনেছেন তো৷ লস্কর-ই-তইবার সদস্য ৷" বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুষেছেন শান্তনু।

হুমকি চিঠির পাওয়ার ঘটনা নিয়ে সোমবার গভীর রাতে রাজ্য পুলিশের ডিজি, বনগাঁ জেলা পুলিশ সুপার এবং গাইঘাটা থানায় ইমেল করে অভিযোগ জানিয়েছেন শান্তনু। তিনি বলেন, "আমার বাড়ি হুমকি দেওয়া হয়েছে যে আমার পরিবারকে মেরে ফেলা হবে। আমার বাড়ি ধ্বংস করে দেওয়া হবে। এটা আমার কাছে কোনও বিষয় নয়৷ কিন্তু, এমন একটি চিঠি আসলে সংশয় তো থাকে। সেই কারণে, রাজ্য পুলিশের ডিজি, এস পি এবং ওসি-কে চিঠি দেওয়া হয়েছে।"

একই সঙ্গে শান্তনু বলেন, "আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। আমি এর পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত চাই। যে গণতান্ত্রিক একটা দেশে, এ রাজ্যে লস্কর-ই-তৈবার মতো এই রকম পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী কোথা থেকে এলো ? কারাই বা হুমকি দিল ? এটা নিয়ে তদন্ত হোক।" মন্ত্রী দাবি করেছেন, পুলিশ অভিযোগ পত্র নিয়েছে, কিন্তু আর কোনও কথা বলেনি। তবে জেলা পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:

  1. ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি লস্করের, মমতাকে দুষে মোদি-অমিত শরণে শান্তনু
  2. ঠাকুরবাড়িতে ফের উত্তেজনা, পুলিশের উপস্থিতিতে বড়মার ঘর থেকে নথি বের করলেন মমতাবালা
  3. সিএএ-র অধীনে তৃণমূল সমর্থকদের নাগরিকত্ব না দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে শান্তনু

ABOUT THE AUTHOR

...view details