পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালনা কলেজের সামনে এসএফআই-টিএমসিপির হাতাহাতি ঘিরে উত্তেজনা - TMCP SFI CLASH IN KALNA COLLEGE

বচসা থেকে হাতাহাতিতে জড়াল এসএফআই ও টিএমসিপি ৷ কালনা কলেজের সামনে ধুন্ধুমার ঘটনা নিয়ন্ত্রণে আনল পুলিশ ৷ কী বলছে দু'পক্ষ ?

Kalna College
কালনা কলেজের সামনে টিএমসিপি-এসএফআই ঝামেলা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2025, 9:37 PM IST

Updated : Jan 22, 2025, 9:51 PM IST

কালনা, 22 জানুয়ারি: এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালনা কলেজের সামনে । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ । এসএফআইয়ের অভিযোগ, তারা মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য বুধবার কলেজের সামনে জড়ো হয় । সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা তাদের উপরে হামলা করে । তারা ঝামেলায় না গিয়ে সেখান থেকে সরে যায় । কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা ঝামেলা করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ।

এসএফআইয়ের পক্ষ থেকে বুধবার কালনা মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল । সেই মতো এদিন দুপুরে তারা কালনা কলেজের সামনে জড়ো হয় । সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েদের সঙ্গে বচসা শুরু হয় । যা হাতাহাতির রূপ নেয় । পরিস্থিতি সামাল দিতে যায় কালনা থানার পুলিশ । দুই পক্ষকে সেখান থেকে হটিয়ে দেওয়া হয় । এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কালনা কলেজে ঢুকে অশান্তি বাধানোর পরিকল্পনা ছিল এসএফআইয়ের । তারা তাদের সেখান থেকে হটিয়ে দেয় ।

এসএফআই-টিএমসিপি ঝামেলার ভিডিয়ো (ইটিভি ভারত)
ভারতের ছাত্র ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক উসষী রায়চৌধুরী বলেন, "প্রশাসনকে জানিয়েই আমরা কালনা কলেজের গেট থেকে মিছিল শুরু করার জন্য সেখানে যাই । সেই সময় কলেজের ভিতরে থাকা তৃণমূল কংগ্রেসের গুন্ডারা লাঠিসোটা নিয়ে আমাদের দিকে তেড়ে আসে । আমাদের অকথ্যভাষায় গালাগালি করে । আমরা কিন্তু কোনও ঝামেলায় যাইনি । পুলিশ থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি । আমাদের পরিকল্পনা ছিল কালনা কলেজের সামনে থেকে শুরু করে কালনা মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দেব । তার আগে তারা ঝামেলা করে । এরপর আমরা ডেপুটেশন দিতে গিয়ে দেখি মহকুমাশাসক নেই । আমাদের মূল দাবি ছাত্র সংসদ নির্বাচন করতে হবে । স্কুল কলেজগুলিতে যেভাবে ইচ্ছামতো ফিজ বাড়িয়ে দেওয়া হচ্ছে তার প্রতিবাদ করি আমরা ।" এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৌশিক সাহা বলেন, "কলেজে না পড়া সিপিএমের ছাত্র সংগঠনের বেশ কিছু ছেলেমেয়ে কালনা কলেজের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসে ৷ তারা গেটের ভিতরে ঢোকার চেষ্টা করে । আমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছি তারা প্রতিহত করার চেষ্টা করি ।এদিন কলেজে ছাত্রছাত্রীদের আই কার্ড দেওয়া চলছে । তাই তারা যাতে অসুবিধার মধ্যে না পড়ে সেই জন্য আমরা তাদের হটিয়ে দিই । ওরা মাঝেমধ্যেই কলেজে অশান্তির পরিবেশ তৈরি করার জন্য আসে । কিন্তু আমরা এটা হতে দেব না ।"
Last Updated : Jan 22, 2025, 9:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details