কলকাতা, 15 নভেম্বর: কালের বিবর্তনে নতুন প্রজন্মকে নানা সময়ে নানা প্রথা ভাঙতে দেখা গিয়েছে ৷ এবার নয়া প্রজন্মেরই হাত ধরে চিরাচরিত প্রথার আগল ভেঙে বেরিয়ে আসছে সোনাগাছিও । এবারই প্রথম যৌনপল্লির ঘরে নয়, কার্তিক পুজো হবে বারোয়ারি । যে দেবতার আরাধনা এতদিন ঘরের আড়ালে গোপনে করা হত, এবার তিনিই পূজিত হবেন সোনাগাছির ভরা মণ্ডপে ৷ প্রথা ভেঙে এই নয়া উদ্যোগ নিয়েছেন যৌনকর্মীদেরই সন্তানেরা ।
সোনাগাছির যৌনকর্মীদের সন্তানদের সংগঠন 'আমরা পদাতিক' এবার আয়োজন করেছে বিরাট বারোয়ারি কার্তিক পুজোর । সেই পুজোর উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । আগামিকাল অর্থাৎ শনিবার কার্তিক সংক্রান্তি । নিঃসন্তান দম্পতিরা বা নতুন বিয়ে হওয়া দম্পতিরা কার্তিক পুজো করে থাকেন সন্তান লাভের আশায় । বিয়ে হয়েছে এমন দম্পতিদের ঘরের দরজায় পুজোর আগের রাতে ঠাকুর বসিয়ে যাওয়ার চল আছে ।
সাধারণ ঘরে সন্তান কামনায় এই পুজো হলেও যৌনকর্মীদের ঘরে ঘরে এই পুজো হয়ে থাকে ভালো 'বাবু' পাওয়ার আশায় । আর সেই কারণেই সোনাগাছির ঘরে ঘরে এতদিন ধরে এই পুজো হলেও তা হয়েছে আড়ালে আবডালে ৷ পুজো ঘিরে উৎসব থাকে ঘরবন্দি । সেখানে বাইরের লোকেদের প্রবেশে অনুমতি ছিল না । এই রীতিই বছরের পর বছর ধরে চলে আসছে কলকাতার ঐতিহ্যবাহী যৌনপল্লিতে ।
তবে এবার সেই প্রথার বদল ঘটাতে চলেছেন যৌনকর্মীদের সন্তানরা । আর ঘরবন্দি করে নয়, এবার প্রকাশ্যে বিরাট আয়োজন করা হয়েছে কার্তিক পুজোর । মণ্ডপ বেঁধে আলোর মালায় আশপাশ সাজিয়ে আর পাঁচটা পুজোর মতোই হবে কার্তিক পুজো । তবে এবার কার্তিককে পুজো করা হবে ভালো একজন সন্তান ও আদরের শিশু হিসেবে ।
যৌনকর্মীদের সন্তানদের সংগঠন আমরা পদাতিকের পক্ষে এই পুজোর এক আহ্বায়ক বলেন, "আমরাও সন্তান, কার্তিকও সন্তান । ভাইবোন মিলে হবে এই পুজো । দুর্গাপুজোর পর ফের মামার বাড়ি আসবে ছোট্ট কার্তিক । তাকে এতদিন আহ্বান করা হলেও লুকিয়ে আপ্যায়ন করা হয়েছে । এবার সবটা প্রকাশ্যে হবে । অনেক যৌনকর্মী চান একটা সন্তান তাঁরও থাকুক । এবার এই মণ্ডপে তাঁরা সেই কামনা করবেন ।"