চন্দননগর, 6 জানুয়ারি: চন্দননগর স্টেশন থেকে 21টি কচ্ছপ উদ্ধার হল সোমবার । ঘটনায় এক বয়স্ক মহিলাকে গ্রেফতার করেছে শেওড়াফুলি জিআরপি । কচ্ছপগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে ।
রেল পুলিশ সূত্রে খবর, দুন এক্সপ্রেস করে এসে চন্দননগর এক নম্বর স্টেশনে নেমেছিলেন লক্ষ্মী সরকার নামে ওই প্রৌঢ়া । তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড়ে । পুরুলিয়ার অযোধ্যা থেকে কলকাতার দিকে কচ্ছপগুলো আনছিলেন বয়স্ক মহিলা । স্টেশনে বেশ কয়েকটি বস্তা নিয়ে বসেছিলেন লক্ষ্মী । পুলিশ সন্দেহের বশে আটক করে মহিলাকে । এরপর তল্লাশি চালালে তাঁর কাছে থাকা বস্তা ও ব্যাগ থেকে কচ্ছপ উদ্ধার হয় । তারপরেই শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ গ্রেফতার করে লক্ষ্মীকে ৷ শ্রীরামপুর আদালতে পেশ করা হয় ওই মহিলাকে । তাঁকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত ৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিকের কথায়, "আজ 21টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে । বয়স্ক মহিলাকে দিয়ে কচ্ছপ পাচার করা হচ্ছিল । এর সঙ্গে আর কেউ এখনও ধরা পড়েনি । শ্রীরামপুর আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে । এই প্রথম এত বয়স্ক মহিলাকে দিয়ে কচ্ছপ পাচার করা হচ্ছিল ।"
রেল পুলিশের তরফে জানা গিয়েছে, এদিন চন্দননগর জিআরপি আধিকারিক লাল্টু শর্মা সন্দেহজনক অবস্থায় স্টেশনে এক মহিলাকে বসে থাকতে দেখেন । তল্লাশি করে ও মহিলার সঙ্গে কথা বলে জানা যায়, কচ্ছপগুলিকে বিক্রির উদ্দেশে কলকাতায় নিয়ে যাচ্ছিলেন তিনি । বেআইনিভাবে বিক্রির উদ্দেশে কচ্ছপগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে । এখান থেকেই বিভিন্ন হোটেলে সাপ্লাই হত এই কচ্ছপগুলি । মহিলার সঙ্গে আর কেউ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।
ডিএসআরবিডিবি হাওড়া জিআরপি গোবিন্দ বিশ্বাস বলেন, "স্টেশনে তল্লাশির সময় 21টি কচ্ছপ-সহ মহিলা ধরা পড়েছে । আমাদের নিয়মিত চেকিং চলে । আগামী দিনেও চলতে থাকবে ।"