গ্যাংটক ও কালিম্পং, 18 জুন: একদিকে উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধারকাজ শুরু হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে সিকিম-সহ কালিম্পং জেলার বিভিন্ন জায়গায় নতুন করে ধসের ঘটনা ঘটেছে। আর ধসের কারণে ব্যাহত হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল। কালিম্পংয়ের লিকুভিরে 10 নম্বর জাতীয় সড়কে ধসের কারণে সমস্ত গাড়ি লাভা দিয়ে ঘুরপথে পাঠানো শুরু হয়েছে।
লিকুভিরে জাতীয় সড়কে আবারও ধস, বিপর্যস্ত সিকিম থেকে উদ্ধার আরও 15 পর্যটক - SIKKIM LANDSLIDE - SIKKIM LANDSLIDE
Tourists Rescued from Sikkim: দ্বিতীয়দিনে উত্তর সিকিম থেকে উদ্ধার 15 জন পর্যটক ৷ নতুন করে সিকিমে ও 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে মঙ্গলবার ৷ বন্ধ একাধিক রাস্তা ৷
Published : Jun 18, 2024, 2:00 PM IST
পাশাপাশি পেডংয়ের রেশিখোলা চেকপোস্টের কাছে ভারী ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। এছাড়াও ভালুখোলায় 10 নম্বর জাতীয় সড়কে নতুন করে ধসের ঘটনা ঘটেছে। পশ্চিম সিকিমের দেন্তাম থেকে ঘেজিং যাওয়ার রাস্তাটিও ধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, উদ্ধারকাজের দ্বিতীয় দিনে 15 জন পর্যটকদের একটি দলকে লাচুং থেকে মঙ্গনে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাদের ছোট গাড়ি করে গ্যাংটকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সোমবার 64 জন পর্যটকদের উদ্ধার করে গ্যাংটকে ফেরায় বর্ডার রোড অর্গানাইজেশন।
মঙ্গন জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে-
- মঙ্গন থেকে গ্যাংটক যাওয়ার রাকডং-তিনটেক রাস্তা বন্ধ রয়েছে।
- তবে মঙ্গন থেকে গ্যাংটক যাওয়ার ফোডোং রাস্তাটি ছোট যান চলাচলের জন্য খোলা রয়েছে।
- থেং টানেল ও লাঙ্গথেঝোলায় ধসের কারণে মঙ্গন থেকে টুং হয়ে চুংথাং যাওয়ার নাগা পাস বন্ধ রয়েছে।
- মঙ্গন থেকে সাঙ্গেকেলাং হয়ে চুংথাং যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে।
- মুনসিথাংয়ে ধসের কারণে লাচেন থেকে চুংথাং যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে।
- জিমা 1-য়ে ধসের কারণে লাচেন থেকে থাঙ্গু যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে।
- তবে থাঙ্গু থেকে গুরুদংমার রাস্তাটি খোলা রয়েছে।
- চুংথাং থেকে লাচুং যাতায়াতের রাস্তা খোলা রয়েছে।
- লাচুং থেকে জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা খোলা রয়েছে।
- মঙ্গন থেকে ডিকচুখোলা যাওয়ার রাস্তাটি নামোখখোলায় ধসের কারণে বন্ধ রয়েছে।
- সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার শুরু সোমে, কাদের দায়িত্ব দিল সরকার ?