পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 10:35 PM IST

ETV Bharat / state

অত্যধিক গরম, স্কুলের মধ্যেই অসুস্থ হয়ে পড়ল প্রায় 30 জন ছাত্রী - Students Fell Ill

Several Students Fell Ill in School: প্রতিদিনের মতোই চলছিল স্কুল ৷ কিন্তু তার মাঝেই বিপত্তি ৷ তীব্র গরমের জেরে স্কুলের মধ্যেই অসুস্থ হয়ে পড়ল প্রায় 30 জন ছাত্রী ৷

Students Fell Ill in School
স্কুলের মধ্যেই অসুস্থ হয়ে পড়ল ছাত্রীরা (ইটিভি ভারত)

গঙ্গাসাগর, 26 জুন: অত্যধিক গরমে অসুস্থ হয়ে পড়ল প্রায় 30 জন ছাত্রী । ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগরের ধবলাট লক্ষণ পরিবেশ হাইস্কুল, দেবনগর বিদ্যাপীঠ ও খান সাহেব আওয়াজ হাইস্কুলে । স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক দিনের মতোই বুধবারও স্কুল চলছিল ৷ সে সময়ই হঠাৎ করেই অত্যধিক গরমে অসুস্থ হয়ে পড়ে জনা তিরিশেক ছাত্রী ।

গরমে অসুস্থ প্রায় 30 জন ছাত্রী (ইটিভি ভারত)

তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । এই খবর পেয়ে ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি । তিনি বলেন, ‘‘চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অত্যধিক গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছে ছাত্রীরা । প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেকেই সুস্থ রয়েছে ।’’ এখনও পর্যন্ত বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে । ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ থেকে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা ।

এই বিষয়ে সাগরের ধবলাট স্কুলের প্রধান শিক্ষক শান্তনু গায়েন বলেন, ‘‘টিফিনের পরে পঞ্চম থেকে দশম শ্রেণির বেশ কয়েকজন ছাত্রী হঠাৎ করে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে । প্রায় 30 জনের মতন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে । আমাদের স্কুলে একটি নার্সিং সেন্টার রয়েছে ৷ সেখানেই অসুস্থ ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা করানোর জন্য অক্সিজেন মাস্ক পরিয়ে দিই । 15 জন ছাত্রী তাতে সুস্থ হয়ে যায় । পরিবারের লোকজন এসে তাদের বাড়িতে নিয়ে যায় । বাকি 15 জন ছাত্রীকে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পরে পাঁচজন ছাত্রী সুস্থ হয়ে যায় ৷ বাকি 10 জন এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন । আগামিকাল আমাদের স্কুলে সাগর গ্রামীণ হাসপাতালে পক্ষ থেকে চিকিৎসকদের একটি প্রতিনিধিদল আসবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details