পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি চালিয়ে পালাল অভিযুক্ত ! জখম দুই পুলিশ কর্মী - POLICE PERSONNEL INJURED

পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি চালানোর অভিযোগ ৷ শুধু তাই নয়, পুলিজের ভ্যান থেকে পালিয়েও গেল অভিযুক্ত ।

Police injured in Uttar Dinajpur
আসামির গুলিতে জখম পুলিশ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2025, 8:23 PM IST

রায়গঞ্জ, 15 জানুয়ারি: প্রিজন ভ্যানে করে অভিযুক্তকে আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার সময় তাঁরই চালানো গুলিতে জখম হলেন দুই পুলিশ কর্মী ৷ পুলিশ কর্মীদের জখম করে পালিয়েও যায় সে।

বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া কালিবাড়িতে ৷ জখম দুই পুলিশ কর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য ৷ দু'জনেই করণদিঘি থানায় কর্মরত ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এক অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে নিয়ে আসার পর তাকে ফেরত নিয়ে যাওয়ার সময় গুলি চলে বলে অভিযোগ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে করণদিঘি থানার খিরকিটোলা গ্রামের বাসিন্দা সুবেশ দাসকে খুন করার অভিযোগ ওঠে সাজ্জাদ আলমের বিরুদ্ধে ৷ এদিন প্রিজন ভ্যানে করে সেই সাজ্জাদ আলমকে নিয়ে যাওয়া হয়েছিল ইসলামপুর মহকুমা আদালতে ৷ সাজ্জাদ আলমের বাড়ি করণদিঘি থানার ছোট্টসাহার গ্রামে ৷

আসামির গুলিতে জখম পুলিশ (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে খবর ইসলামপুর মহকুমা আদালত থেকে ফেরার পথে আসামি সাজ্জাদ আলম শৌচালয়ে যেতে চায় ৷ সেই সময় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া কালিবাড়ির এলাকায় পুলিশ গাড়িটি দাঁড় করিয়েছিল ৷

অভিযোগ, ঠিক সেই সময় আসামি সাজ্জাদ আলম পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি ছিনিয়ে নিয়ে দুই পুলিশ নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্যকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় ৷ গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে দু'জন ৷ প্রিজন ভ্যানের চালক ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি জখম দুই পুলিশ কর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে যান ৷ ইসলামপুর জেলা পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন, একটি দুর্ঘটনা ঘটেছে ৷ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details