শান্তিপুর, 29 ফেব্রুয়ারি: চাকদহের পর এবার নদিয়ার শান্তিপুরে ভোটার কার্ড উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনাটি ঘটেছে শান্তিপুরের মেলের মাঠ এলাকায় ৷ প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে একাধিক ভোটার কার্ড । এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা । ঘটনার দায় একে ওপরের ঘাড়ে চাপিয়েছে তৃণমূল ও বিজেপি ৷
জানা গিয়েছে, বর্তমানে শান্তিপুর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত ৷ পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডলের বাড়ি সংলগ্ন মেলের মাঠ প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জঙ্গল পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীরা বুধবার বেশ কিছু ভোটার কার্ড পান । সাফাই কর্মী কার্ডগুলি উদ্ধার করে ওই এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্যা শিখা ভৌমিকের কাছে সেগুলি জমা করেন । এরপর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডলের কাছে ভোটার কার্ড উদ্ধারের ব্যাপারে ফোন করে জানান শিখা ভৌমিক । এরপরেই ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি ৷ তিনি এসে স্কুলের ওই পরিত্যক্ত অঞ্চল ঘুরে দেখেন ৷ খবর দেন পুলিশ প্রশাসনকে । পুলিশ এসে কার্ডগুলি নিয়ে গিয়েছে ৷
পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল বলেন, "সরকারি কর্মচারী হোক কিংবা তৃণমূল নেতৃত্ব কার্ডগুলিকে ফেলে দিয়ে মানুষকে বিড়ম্বনায় ফেলেছে । মানুষ তাদের কার্ড পায়নি ৷ এই নিয়ে আমার কাছে অভিযোগ এসেছিল ৷ আমি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলাম ৷ এগুলি সব নতুন ভোটার কার্ড ৷ আমার এলাকার কয়েকজনের কার্ড রয়েছে এগুলির মধ্যে ৷ নতুন পরিচয় পত্র পাইয়ে দেওয়ার জন্য তৃণমূলের কোনো নেতৃত্ব কাটমানি নিয়ে থাকতে পারে । তাই তারা কার্ডগুলি ফেলে দিয়েছে ৷"