পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খয়রাশোলে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 7 শ্রমিকের মৃত্যু - Blast in Coal Mine

বীরভূমের খয়রাশোলের কয়লা খনিতে বিস্ফোরণ ৷ নিহত অন্তত সাতজন শ্রমিক ৷ আহত বেশ কয়েকজন ৷ বাড়তে পারে মৃতের সংখ্যা ৷

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Updated : 3 hours ago

Blast in Coal Mine
খয়রাশোলে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 7 শ্রমিকের মৃত্যু (ইটিভি ভারত)

খয়রাশোল, 7 অক্টোবর: কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ ৷ তার জেরে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা ৷ ঘটনাস্থল বীরভূমের খয়রাশোলের গঙ্গারামচক কয়লা খনি ৷ শনিবার সকালে হওয়া এই বিস্ফোরণে মৃত্যু হয় কমপক্ষে সাতজন শ্রমিকের ৷

নিহত শ্রমিকেরা অধিকাংশই আদিবাসী । ছিন্নভিন্ন হয়ে তাঁদের দেহ কয়লা খাদানে পড়ে থাকতে দেখা যায় । আহত হয়েছেন বেশ কয়েকজন । মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে ৷ কারণ, বিস্ফোরণের জেরে খনিতে ধসও নামে ৷ বিস্ফোরণ হয় জিলেটিন স্টিকের গাড়িতেও ৷

খয়রাশোলে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ (নিজস্ব চিত্র)

বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে জিএমপিএল, অর্থাৎ গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি রয়েছে। সামনে পুজো। তাই দেদার কয়লা উত্তোলন চলছিল ৷ প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা গিয়েছে, কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণ করানো হয় ৷ আর তাতেই বড়সড় দুর্ঘটনা ঘটে ৷ বিস্ফোরণের কমপক্ষে সাতজন কয়লা খাদান শ্রমিকের মৃত্যু হয় ৷

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়ি (নিজস্ব চিত্র)

নিহতদের নাম - জয়দেব মুর্মু, সোমলাল হেমব্রম, মঙ্গল মারান্ডি, জুডু মারান্ডি, পলাশ হেমব্রম, রুবিলাল মুর্মু ও অমিত সিং । নিহতদের বয়স 30 থেকে 35 বছরের মধ্যে ৷ এছাড়া আহত একাধিক । মৃতদের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে । এদিকে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা ৷ ঘটনার পরে পরেই পালিয়ে যায় জিএমপিএল-এর আধিকারিক ও কর্মীরা ৷ ফলে তাদের তরফে কারও কোনও বক্তব্য মেলেনি ৷

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ দমকলের চারটি ইঞ্জিন, মেডিক্যাল টিম-সহ বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে । শুরু হয়েছে উদ্ধার কাজ ৷ এছাড়া, আহত একাধিক । প্রসঙ্গত, কয়লা খনিতে প্রচুর পরিমাণে ডিটোনেটর ও জিলেটিন স্টিক মজুত ছিল বলে জানা যাচ্ছে ৷ অপরিকল্পিত ভাবে বিস্ফোরক মজুত করে কয়লা ভাঙতে গিয়ে এই বড়সড় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ।

Last Updated : 3 hours ago

ABOUT THE AUTHOR

...view details