মালদা, 24 মার্চ: গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাংকারে ধাক্কা গাড়ির ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের ৷ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার সংলগ্ন মালদা বাইপাস এলাকায় ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয় সেখানে ৷ রাতেই ঘটনাস্থলে আসেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ইংরেজবাজার থানার পুলিশ ৷ মৃতদের নাম লিয়াকত শেখ (34), একরাম শেখ (61) এবং সঞ্জয় মণ্ডল (34) ৷ বাড়ি মোথাবাড়ি থানার বিরামপুর, গঙ্গাপ্রসাদ এবং রথবাড়ি এলাকায় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মোথাবাড়ি থেকে একটি ছোটো গাড়ি করে গাজোলের দিকে যাচ্ছিলেন ওই তিনজন ৷ ইংরেজবাজারের যদুপুর 1 গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বাইপাস এলাকায় ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলের ট্যাংকারের পেছনে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক-সহ তিনজনের ৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশও ৷ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই তিনজনকে উদ্ধার করে মালদা মেডিক্যালে পাঠানো হয় ৷ ঘটনার পর থেকে ওই তেলের ট্যাংকারের চালক পলাতক বলে পুলিশ সূত্রে খবর ৷ রাতেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷