বাঁকুড়া, 4 জানুয়ারি:পিক-আপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে বাঁকুড়ার ইন্দপুরের বাগডিহার কাছে উল্টে যায় যাত্রীবাহী বাস। শনিবার সকালে মুকুটমণিপুরে পিকনিকের উদ্দেশে ওই বাসটি 65 জন যাত্রী নিয়ে কসবা থেকে রওনা দেয় ৷ কিন্তু পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি ৷ আহত হন অন্তত 15 জন ৷
স্থানীয় সূত্রে খবর, এদিন কলকাতা থেকে 65 জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দপুরের বাগডিহার কাছে উল্টে যায় বাসটি। এই ঘটনায় কমপক্ষে আহত হন অন্তত 15 জন। প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা ও রিক্সা চালক ইউনিয়নের সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইন্দপুর থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ইন্দপুর ব্লক হাসপাতালে পাঠায় ৷ তাঁদের মধ্যে গুরুতর আহত 3 জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।