পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুকুটমণিপুরে পিকনিক করতে যাওয়ার পথে উল্টে গেল বাস, আহত 15 - BANKURA ROAD ACCIDENT

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়ায় ৷ পিকনিক করতে যাওয়ার পথে 65 জন যাত্রী নিয়ে উল্টে গেল বাস ৷ আহত অন্তত 15 ৷

BANKURA ROAD ACCIDENT
উল্টে গেল পর্যটক ভরতি বাস (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 10:39 AM IST

বাঁকুড়া, 4 জানুয়ারি:পিক-আপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে বাঁকুড়ার ইন্দপুরের বাগডিহার কাছে উল্টে যায় যাত্রীবাহী বাস। শনিবার সকালে মুকুটমণিপুরে পিকনিকের উদ্দেশে ওই বাসটি 65 জন যাত্রী নিয়ে কসবা থেকে রওনা দেয় ৷ কিন্তু পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি ৷ আহত হন অন্তত 15 জন ৷

স্থানীয় সূত্রে খবর, এদিন কলকাতা থেকে 65 জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দপুরের বাগডিহার কাছে উল্টে যায় বাসটি। এই ঘটনায় কমপক্ষে আহত হন অন্তত 15 জন। প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা ও রিক্সা চালক ইউনিয়নের সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইন্দপুর থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ইন্দপুর ব্লক হাসপাতালে পাঠায় ৷ তাঁদের মধ্যে গুরুতর আহত 3 জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়ায় (ইটিভি ভারত)

প্রসঙ্গত, কিছুদিন আগেই বাঁকুড়ার ওন্দায় দুর্ঘটনার কবলে পড়েছিল পর্যটকদের একটি গাড়ি। আর আজ ফের একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এই দুর্ঘটনায় বড়সড় বিপত্তির কোনও খবর না-হলেও, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি কেন হচ্ছে, এই নিয়ে উঠছে প্রশ্ন ? বিশেষ করে শীতকালীন এই পর্যটনের সময়ে রাস্তাঘাটের খারাপ অবস্থাকেই দায়ী করেছেন স্থানীয় মানুষজন ৷

শীতের সকালে এই দুর্ঘটনার জেরে ক্ষণিকের জন্য স্তব্ধ হয় বাঁকুড়া মুকুটমণিপুর রাজ্য সড়কে যানবাহন চলাচল। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ যে সকল পর্যটক আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিলেন তাঁদের অনেককেই প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। 3 জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details