জলপাইগুড়ি, 17 জুন:দুর্ঘটনার কবলে আগরতলা-শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ ৷ এই দুর্ঘটনার পর বেশকিছু ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল করা হয়নি । বেশকিছু ট্রেনকে ঘুুরপথে চালানো হয়েছে । পাশাপাশি ডিজেল লোকোর সাহায্য নিয়ে ট্রেনগুলি আলুয়াবাড়ি স্টেশন থেকে ডাইভার্ট করে শিলিগুড়ি জাংশন হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে আনা হচ্ছে ।
- 20503 ডিব্রুগড়-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেসের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে ৷
- 12423 ডিব্রুগড়-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেসের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে ৷
- 22301 হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন করা হয়েছে ৷
- 20506 নিউদিল্লি-ডিব্রুগড়রাজধানী এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন করা হয়েছে ৷
- 12424 নিউদিল্লি-ডিব্রুগড়রাজধানী এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন করা হয়েছে ৷
- 12006 নম্বর ট্রেনটি রাঙাপানি হয়ে নিউ জলপাইগুড়িতে ডিজেল লোকো দিয়ে পাঠানো হবে ৷
- 12377 নম্বর ট্রেনটিকে আলুয়াবাড়ি থেকে ডিজেল লোকো দিয়ে শিলিগুড়ি জাংশন হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে আনা হবে।
- 20506, 12424, 22301 ট্রেনগুলিকে ঘুরপথে আলুয়াবাড়ি দিয়ে শিলিগুড়ি জাংশন হয়ে নিউ জলপাইগুড়ি আনা হবে।
- উদ্ধারকাজ শেষ না-হওয়া পর্যন্ত 19602 নম্বর ট্রেনটি আলুয়াবাড়ি থেকে শিলিগুড়ি জাংশনে আনা হচ্ছে ৷
- 20503 ট্রেনটিকে আলুয়াবাড়ি থেকে ঘুরপথে শিলিগুড়ি জাংশনে আনা হবে ৷
- 12423 ও 01666 নম্বরের ট্রেন দু’টিকে ডাইভার্ট করে আলুয়াবাড়ি থেকে শিলিগুড়ি জাংশনে আনা হচ্ছে ৷