পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জের, গতিপথ পরিবর্তন রাজধানী-সহ এই ট্রেনগুলির - KANCHANJUNGHA EXPRESS Accident - KANCHANJUNGHA EXPRESS ACCIDENT

KANCHANJUNGHA EXPRESS ACCIDENT: নিউ জলপাইগুড়ি থেকে কলকাতামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর ৷ বেশকিছু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে ৷

KANCHANJUNGHA EXPRESS ACCIDENT
দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 1:20 PM IST

Updated : Jun 17, 2024, 3:13 PM IST

জলপাইগুড়ি, 17 জুন:দুর্ঘটনার কবলে আগরতলা-শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ ৷ এই দুর্ঘটনার পর বেশকিছু ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল করা হয়নি । বেশকিছু ট্রেনকে ঘুুরপথে চালানো হয়েছে । পাশাপাশি ডিজেল লোকোর সাহায্য নিয়ে ট্রেনগুলি আলুয়াবাড়ি স্টেশন থেকে ডাইভার্ট করে শিলিগুড়ি জাংশন হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে আনা হচ্ছে ।

গতিপথ পরিবর্তন রাজধানী-সহ এই ট্রেনগুলির (নিজস্ব চিত্র)
  • 20503 ডিব্রুগড়-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেসের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে ৷
  • 12423 ডিব্রুগড়-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেসের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে ৷
  • 22301 হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন করা হয়েছে ৷
  • 20506 নিউদিল্লি-ডিব্রুগড়রাজধানী এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন করা হয়েছে ৷
  • 12424 নিউদিল্লি-ডিব্রুগড়রাজধানী এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন করা হয়েছে ৷
  • 12006 নম্বর ট্রেনটি রাঙাপানি হয়ে নিউ জলপাইগুড়িতে ডিজেল লোকো দিয়ে পাঠানো হবে ৷
  • 12377 নম্বর ট্রেনটিকে আলুয়াবাড়ি থেকে ডিজেল লোকো দিয়ে শিলিগুড়ি জাংশন হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে আনা হবে।
  • 20506, 12424, 22301 ট্রেনগুলিকে ঘুরপথে আলুয়াবাড়ি দিয়ে শিলিগুড়ি জাংশন হয়ে নিউ জলপাইগুড়ি আনা হবে।
  • উদ্ধারকাজ শেষ না-হওয়া পর্যন্ত 19602 নম্বর ট্রেনটি আলুয়াবাড়ি থেকে শিলিগুড়ি জাংশনে আনা হচ্ছে ৷
  • 20503 ট্রেনটিকে আলুয়াবাড়ি থেকে ঘুরপথে শিলিগুড়ি জাংশনে আনা হবে ৷
  • 12423 ও 01666 নম্বরের ট্রেন দু’টিকে ডাইভার্ট করে আলুয়াবাড়ি থেকে শিলিগুড়ি জাংশনে আনা হচ্ছে ৷

এছাড়াও অসম থেকে শিয়ালদাগামী যে সমস্ত ডাউন ট্রেন আসবে, তা আলিপুরদুয়ার জাংশন, শিলিগুড়ি ও আলুয়াবাড়ি হয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আসবে । শিয়ালদা থেকে যে সকল আপ ট্রেন আসবে সেগুলি শিলিগুড়ি জাংশন দিয়ে নিউ জলপাইগুড়ি হয়ে অসমের দিকে পাঠানো হবে বলে জানা গিয়েছে রেল সূত্রে ৷

Last Updated : Jun 17, 2024, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details