কোচবিহার, 25 সেপ্টেম্বর: কোচবিহার মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের জেরে কোচবিহার-1 ব্লকের BMOH দ্বীপায়ন বসু ও ওই ব্লকেরই আরও এক চিকিৎসক সংবেদ ভৌমিককে মেডিক্য়াল কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল। বুধবার বিকেলে মেডিক্য়াল কলেজ কাউন্সিলের বর্ধিত কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পাশাপাশি এখন থেকে যারা পরীক্ষায় ভালো ফল করবে তারাই সিআর নির্বাচিত হবে বলেও ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই সিদ্ধান্তের জেরে শোরগোল পড়ে গিয়েছে চিকিৎসক মহলে।
থ্রেট কালচারের জের (ইটিভি ভারত) কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক নির্মল মণ্ডল বলেন, "মেডিক্য়াল কলেজের চিকিৎসক না হয়েও দ্বীপায়ন বসু ও সংবেদ ভৌমিক মেডিক্য়াল কলেজে ঢুকে ছাত্রদের বিভিন্ন রকমভাবে হুমকি দিতেন বলে জানা গিয়েছে। তাই ওই দুই চিকিৎসককে মেডিক্য়াল কলেজে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া সেফটি ও সিকিউরিটি সংক্রান্ত বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
আরজি করের ঘটনার পর থেকেই কোচবিহার এমজেএন মেডিক্য়াল কলেজ ও হাসপাতালেও থ্রেট কালচারের অভিযোগ ওঠে। পাশাপাশি হাসপাতালের সেফটি ও সিকিউরিটি নিয়ে একাধিক অভিযোগ উঠে আসে। বিশেষ করে রাতের দিকে ইমার্জেন্সিতে রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে মদ্যপ ব্যাক্তিরা হাসপাতালে ঢুকে ঝামেলা করে বলেও অভিযোগ। এছাড়া, মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তারক্ষীও নেই। সিসি ক্যামেরার ঘাটতি রয়েছে। যদিও জরুরি ভিত্তিতে এসব সমাধানে উদ্যোগী হয়েছে মেডিক্য়াল কলেজ কতৃপক্ষ ।
বুধবার বিকেলে মেডিক্য়াল কলেজ কাউন্সিলের বর্ধিত কমিটির সভায় এসব বিষয় নিয়ে আলোচনার পর সাংবাদিক বৈঠক করে কলেজ কতৃপক্ষ দুই চিকিৎসককে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি খুব শীঘ্রই সিসি ক্যামেরা লাগানো হবে বলেও জানানো হয়েছে।