পশ্চিমবঙ্গ

west bengal

তৈরি ড্রোন-র‍্যাফ-জল কামান, নবান্ন অভিযান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা - Nabanna Abhijan

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 6:55 PM IST

Nabanna Abhijan: মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ তৈরি রাখা হয়েছে কমব্যাট ফোর্স, র‍্যাফ, জল কামান-সহ বিপুল পুলিশ বাহিনী ৷ আন্দোলনকারীদের রুখতে কোন রাস্তাগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, দেখে নিন ৷

ETV BHARAT
নবান্ন অভিযান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা (নিজস্ব চিত্র)

কলকাতা, 26 অগস্ট:মঙ্গলবারের নবান্ন অভিযানকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয় । কলকাতা ও হাওড়া থেকে নবান্ন যাওয়ার পথগুলিতে মোতায়েন থাকছে অতিরিক্ত বাহিনী ৷ তৈরি থাকছে ড্রোন, কমবযাট ফোর্স, জল কামান ৷

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে 27 অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্রদের একাংশ । দোষীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিপ্রদান ও রাজ্যে নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিকে সামনে রেখে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে । আর এই অভিযানের আগের দিনই, অর্থাৎ সোমবার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয় নবান্নকে । আগামিকাল কলকাতা ও হাওড়া থেকে মূলত যে তিনটে পথ দিয়ে নবান্নের দিকে আন্দোলনকারীরা আসবেন, সেই হাওড়া ময়দান, ফোরশোর রোড ও কোনা এক্সপ্রেসওয়েকে আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে ৷

প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, মিছিলে অংশগ্রহণকারীদের আটকাতে হাওড়া কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি ব্রিজের আগে ও হাওড়া ময়দানে জিটি রোডের উপর লোহার পাইপ ঝালাই করে ব্যারিকেড তৈরি করা হয়েছে । একইসঙ্গে, রাস্তার দু'ধারে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে । মিছিলের উপর নজরদারি রাখার জন্য গোটা এলাকায় অতিরিক্ত সিসিটিভি বসানো হয়েছে ।

নিরাপত্তার চাদরে নবান্ন (নিজস্ব চিত্র)

এছাড়াও মঙ্গলবার আন্দোলনকারীদের আটকাতে ও অশান্তি এড়াতে তিনটি জায়গাতেই থাকছে কলকাতা ও হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি মর্যাদার একাধিক পুলিশ আধিকারিক, কমব্যাট ফোর্স, র‍্যাফ, জল কামান-সহ বিশাল পুলিশ বাহিনী । শুধু তাই নয়, মঙ্গলবারের কর্মসূচিতে নবান্নের নিরাপত্তার কথা মাথায় রেখে অন্যান্য জেলা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী আনা হচ্ছে । থাকবে ড্রোনের নজরদারি ৷ মঙ্গলবার নবান্ন অভিযানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি থাকবে বলে সংগঠকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details