কলকাতা, 22 জুন: দীর্ঘ দুর্ভোগ থেকে যাত্রীদের মুক্তি ৷ শনিবার শিয়ালদা স্টেশন থেকে চালু হল 12 কামরার লোকাল ট্রেন ৷ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে এমনটাই ৷ স্টেশনের 1,2,5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12 কোচের ইএমিউ লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে। আর কয়েক দিনের মধ্যে 3 ও 4 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারনের কাজও শেষ হয়ে যাবে। তারপর পর এই দু'টি প্ল্যাটফর্ম থেকেও চালু হয়ে যাবে 12 কামরার লোকাল ট্রেন।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, "পূর্ব রেলওয়ে নির্ভরযোগ্য ও যাত্রী-কেন্দ্রিক রেল পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ৷ 1, 2 ও 5 নম্বর প্ল্যাটফর্মে 12 কামরার ট্রেন চালু হওয়ার ফলে যাত্রীরা আরও সুবিধাজনক এবং নিরাপদ ভ্রমণ করতে পারবেন।" শিয়ালদা বিভাগের প্রায় 892টি লোকাল ট্রেন চলাচল করে প্রতিদিন। যদিও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকার জন্য 12 কামরার ট্রেন চালানো যেত না।
6 এবং 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12 কামরার এমু লোকাল চলত বলেই যাত্রীরা বিভিন্ন ভাবে অসন্তোষ প্রকাশ করতেন। তবে পূর্ব রেল যাত্রী স্বছন্দের কথা মাথায় রেখেই প্ল্যাটফর্মের সম্পসারণের কাজ শুরু করে ৷ 1, 2 ও 5 নম্বর প্ল্যাটফর্মের কাজ শেষ হয়ে গিয়েছে ৷ 3 ও 4 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজও দ্রুত শেষ হবে বলে জানা গিয়েছে ৷ বর্তমানে 9 কামরার পরিবর্তে 12 কামরার ট্রেন চলার ফলে প্রতি ট্রেনে প্রায় 1000 জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন বলেই পূর্ব রেলের পক্ষ থেকে জানান হয়েছে।
যদিও এর আগে 1,2 ও 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেসব ট্রেন ছাড়ত, সেগুলো ছিল 9 কামরার। ট্রেনে বিধাননগর ও দমদম স্টেশন থেকে যাত্রীদের উঠতে অনেক অসুবিধা হত ৷ শিয়ালদা স্টেশনের যাত্রী পরিষেবায় 12 কামরার ট্রেন চালু হওয়ায় যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় এবং সহজসাধ্য হওয়ার দাবি জানিয়েছে পূর্ব রেল। পাশাপাশি, শিয়ালদা স্টেশনের জন্য অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিনের প্রতিস্থাপন করা হয়েছে বলেও জানিয়েছে পূর্ব রেল।