পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ডে গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে জেল হেফাজতে পাঠালো আদালত ৷ শুক্রবার শিয়ালদা আদালত তাঁকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ৷

RG Kar Doctor Rape and Murder
সঞ্জয় রায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 3:23 PM IST

Updated : Aug 23, 2024, 3:49 PM IST

কলকাতা, 23 অগস্ট:আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ‘অভয়া’কে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে বিচারবিভাগীয় হেফাজতে পাঠালো আদালত ৷ শুক্রবার শিয়ালদা আদালত তাঁকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ৷

আরজি কর-কাণ্ডে কলকাতা পুলিশের হাতেই গ্রেফতার হয় অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার নেওয়ার পর তাঁকে হেফাজতে নেয় সিবিআই ৷ কিন্তু গত কয়েকদিনে এই সিভিক ভলান্টিয়ারের থেকে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি বলেই সিবিআই সূত্র থেকে জানা গিয়েছে ৷ সেই কারণে জেলে গিয়ে সঞ্জয়কে জেরা করতে চান তদন্তকারীরা ৷ সেই মতো আবেদনও জানানো হয়েছে আদালতে ৷ পাশাপাশি সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের আবেদনও আদালতে করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷

শুক্রবার বেলা 12টার পর সঞ্জয়কে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতর থেকে বের করা হয় ৷ তার পর তাঁকে প্রিজন ভ্যানে তুলে শিয়ালদা আদালতের উদ্দেশে রওনা দেন তদন্তকারীরা ৷ তবে তার আগে সকালে সঞ্জয় রায়কে বেশ কিছুক্ষণ জেরা করা হয় ৷ সেখানেও তিনি মুখ খোলেননি বলে সিবিআই সূত্রে খবর ৷

ওই সূত্র থেকে জানা গিয়েছে, এখন পলিগ্রাফ টেস্টই ভরসা ৷ তাছাড়া আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করানো হবে ৷ বৃহস্পতিবারই শিয়ালদা আদালত সিবিআইকে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতি দিয়েছে ৷ সঞ্জয়েরও পলিগ্রাফের অনুমতি পাওয়া গেলে দু’জনের পরীক্ষার তুলনামূলক বিচার করলেই তদন্তে গতি আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা ৷

Last Updated : Aug 23, 2024, 3:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details