ঘাটাল, 14 জুলাই:প্রতি বছর বর্ষা হলেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ঘাটালে । এ বছর জুলাই মাসেও সেভাবে বৃষ্টির দেখা নেই জেলায় ৷ তবে বৃষ্টি শুরুর আগেভাগে সতর্ক প্রশাসন ৷ শুরু হয়েছে বন্যার প্রস্তুতি । সিভিল ডিফেন্স স্পিড বোর্ড নামিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় মহড়া চালাচ্ছে ৷ ঘাটালের শিলাবতী নদীর জলে স্পিডবোটে করে মহকুমাশাসক সুমন বিশ্বাস মাইকে সতর্কতা প্রচার সারেন ।
এ বিষয়ে ঘাটলের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন,"এ বছরও এখনও সেভাবে বৃষ্টি হয়নি । তবে আগে দেখা গিয়েছে পুজোর সময় বা বর্ষার শেষের দিকে বৃষ্টিতে ডুবছে ঘাটাল । তাই আমরা তার আগেই বাড়তি সতর্কতা হিসেবে একপ্রস্থ বন্যা মোকাবিলায় মহড়া করে ফেললাম । দুই পাড়ের মানুষজনদের শুকনো খাবার,জরুরি কাগজপত্র গুছিয়ে এবং সরিয়ে রাখতে বললাম । এরই সঙ্গে পশুদের যাতে একটু জলের উপরে পাড়ের দিকে রাখে সেই ব্যবস্থা করতে বললাম । সরকারিভাবে আমরা সবরকম ব্যবস্থা রেখেছি । অ্যান্টিভেনাম প্রস্তুত রয়েছে ৷ এরই সঙ্গে বন্যার আগাম ব্যবস্থা নিয়ে আমরা প্রশাসনিকভাবে প্রস্তুত ।"
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাব ডিভিশন ফি বছর বন্যার জলে প্লাবিত হয় । যেহেতু ঘাটাল 'মাস্টার প্ল্যান'র কাজ এখনও শুরু হয়নি সেক্ষেত্রে এখানকার বেশিরভাগ অংশই ডুবে থাকে জলের তলায় । এমনকী ডিঙি নৌকা নিয়ে যাতায়াত করে খোদ পুরসভার মানুষজন । এরই সঙ্গে বাজার থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সবই চলে ডিঙির উপর । বিগত কয়েক বছর বন্যায় সেরকমই ছবি ধরা পডে়ছে ঘাটালের বিভিন্ন এলাকায় । বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি খতিয়ে দেখে ব্যবস্থাও নেন। প্রচুর মানুষকে সরানো হয় প্লাবিত এলাকা থেকে ।