পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচনের দোসর গরম, ছুটি বাড়ল সরকারি স্কুলে - SUMMER HOLIDAYS IN SCHOOL

School Vacation in WB: সামনেই লোকসভা নির্বাচন ৷ ফলে ভোটকে মাথায় রেখে সরকারি স্কুলে বাড়ানো হল গরমের ছুটি ৷ তবে একমাস আগে গরমের ছুটি ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক সংগঠনগুলি।

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 3:09 PM IST

Updated : Apr 1, 2024, 3:29 PM IST

কলকাতা, 1 এপ্রিল: সরকারি স্কুলে বাড়ল গরমের ছুটি ৷ লোকসভা ভোটকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ 19 এপ্রিল থেকে রাজ্য তথা দেশজুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফা নির্বাচনের জন্য 16 থেকে 20 এপ্রিল পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বন্ধ থাকছে সব স্কুল। দ্বিতীয় দফার জন্য 24 থেকে 27 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে দার্জিলিং, কালিম্পং, এবং দুই দিনাজপুরের স্কুলগুলি। অপরদিকে 6 মে থেকে 2 জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

শিক্ষানুরাগী ঐক্যমন্ত্রীর সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, "6 মে আসতে একমাস পাঁচদিন বাকি। ফলে এখন থেকে এভাবে নোটিশ দেওয়াটা বাস্তবসম্মত নয় বলে মনে হয়। আবহাওয়ার পরিবর্তন হতে পারে। হয়তো দরকারে ছুটি আরও এগিয়ে আনাও যেত। এত তাড়াতাড়ি স্কুলের ছুটি ঘোষণা না করে নজর রাখা উচিত ছিল কয়েকদিন। আগেই তার ঘোষণা করা বাস্তবসম্মত নয়।"

যদিও এই বিষয়টা স্বাগত জানিয়েছেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, "এর ফলে আমাদের সুবিধা হল। আগে থেকে জানতে পারলাম। এখন সব স্কুলেই পরীক্ষা চলছে। ফলে ছুটির আগে আমরা পরীক্ষার ফল প্রকাশ করে পড়াটা একটু এগিয়ে রাখতে পারব। এতে বছরের শেষে সিলেবাস নিয়ে সমস্যা তৈরি হবে না। "

বাংলার মোট 7 দফা নির্বাচন হবে। তার ফলে যথারীতি শিক্ষা মহলের তরফ প্রশ্ন উঠেছিল স্কুল বন্ধ রাখা নিয়ে। অপরদিকে এপ্রিল মাসের শুরুতেই রোদের পারদ চড়ছে ৷ যারফলে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। ফলে একদিতে গরমের চোখরাঙানি অন্যদিকে নির্বাচন, সব কিছু মিলিয়ে বাড়িয়ে দেওয়া হল গরমের ছুটি। তবে একমাস আগে গরমের ছুটি ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক সংগঠনগুলি।

Last Updated : Apr 1, 2024, 3:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details