কলকাতা, 28 জুন:গান্ধিমূর্তির পাদদেশে বসে কেটে গেল 1 হাজার 200 দিন । এখনও হাতে মিলল না নিয়োগপত্র । দুর্নীতির জটিলতায় যা আটকে রয়েছে সুপ্রিম কোর্টে । চিন্তায় রয়েছেন লক্ষ লক্ষ সরকারি শিক্ষকরা । কিন্তু সমান তালে 1 হাজার 200 দিন এবং তারও আগে থেকে 8 বছর ধরে চিন্তায় রয়েছেন যোগ্য চাকরিপ্রার্থীরা । কবে নিজেদের যোগ্য স্থানে ফিরতে পারবেন, সেই প্রশ্নই দিনের পর দিন উঠে আসছে তাঁদের মঞ্চ থেকে ।
শুক্রবার গান্ধিমূর্তির পাদদেশে জমায়েত করেছিলেন নবম থেকে দ্বাদশ শ্রেণির এসএলএসটি চাকরিপ্রার্থীরা । ধরনার 1200 দিন উপলক্ষে তাঁদের এই জমায়েত । যেখানে মূল দাবি ছিল দ্রুত নিয়োগ চাই । এক চাকরিপ্রার্থী অভিষেক সেনের বক্তব্য, "1200 দিন এবং তার আগের আট বছর ধরে আমরা বঞ্চিত । পরবর্তীকালে হাইকোর্টের তরফে বলে দেওয়া হল সকলের চাকরি বাতিল ৷ এর ফলে যে যোগ্য তাঁরও চাকরি চলে গেল । একবারও কমিশন কলকাতা হাইকোর্টে যোগ্য এবং অযোগ্য পৃথক করে তালিকা দেয়নি ৷ তাই আজকের এই হয়রানির জন্য দায়ী কমিশন নিজে ।"
- ধরনামঞ্চের দু'বছর, 'মানবিক' মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের