কলকাতা, 25 এপ্রিল: নয়া শিক্ষা নীতি অনুসারে উচ্চমাধ্যমিকে শুরু হয়েছে সেমিস্টার পদ্ধতি ৷ কেমন হবে এই পদ্ধতি ? সিলেবাস থেকে পরীক্ষার সময়কাল পুরো বিষয়ের ছবিটা ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের বোঝাতে কর্মশালার আয়োজন করেছে স্কুল শিক্ষা দফতর ৷ নাম দেওয়া হয়েছে উজ্জীবন চর্চা ৷ সংসদের তরফে 27 এপ্রিল অর্থাৎ শনিবার বিকেল 4টের সময় একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে ৷
এতে উচ্চমাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি অনলাইন মাধ্যমে তুলে ধরা হবে সবার কাছে ৷ এই ওয়েবিনারের জন্য আগামী 25 এপ্রিল পর্যন্ত শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং অভিভাবকেরা ই-মেল মারফত সেমিস্টার সম্পর্কিত যাবতীয় প্রশ্ন পাঠানোর সুযোগ পাবেন ৷ সেই সব প্রশ্নের উত্তর মিলবে অনলাইন ওয়েবিনারের মাধ্যমে ৷
উচ্চমাধ্যমিকের পঠনপাঠনে এবার থেকে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা হবে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন মুক্তা নার্জিনারি ৷ তিনিই এই সেমিস্টার সম্পর্কিত সব প্রশ্ন এই ওয়েবিনারে উত্থাপন করবেন ৷ শনিবারের এই ওয়েবিনারে উপস্থিত থাকবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের প্রধানশিক্ষক স্বামী ইষ্টেশানন্দ ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই প্রসঙ্গে জানিয়েছেন, এই ওয়েবিনারের মাধ্যমে সিমেস্টার পদ্ধতির খুঁটিনাটি পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের কাছে তুলে ধরা হবে ৷ যাতে সেমিস্টার মাধ্যম কী, তা বুঝতে কোনও সমস্যা না হয় ৷
উল্লেখ্য, এতদিন একাদশ ও দ্বাদশ দুই শ্রেণিতেই এক বছরের মাথায় পরীক্ষা নেওয়া হত ৷ এবার সেই শিক্ষাবর্ষের জায়গায় 6 মাস সময়কালের সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে ৷ প্রতি 6 মাস অন্তর হবে পরীক্ষা ৷ পুরনো পদ্ধতি বন্ধ হয়ে নয়া পদ্ধতিতে পঠনপাঠন চালু হওয়া নিয়ে সম্প্রতি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নির্দেশিকায় জারি করা হয় ৷ এবার সেই নয়া ভাবনা সকলের বোধগম্য করতে এই উদ্যোগ ৷
আরও পড়ুন:
- এসএসসি দুর্নীতিতে মমতাকে গ্রেফতারের দাবিতে পথে বাম-কংগ্রেস
- হাইকোর্টের রায়ে চাকরি গেল একই স্কুলের 36 শিক্ষকের, চিন্তায় অভিভাবকরা