নামখানা, 21 জুন:পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল রং-তুলি দিয়ে ক্যানভাস ফুটিয়ে তোলা ৷ যদিও এক্ষেত্রে রং-তুলি নয়, 70টি ব্লেডের টুকরো দিয়ে এক নারীর প্রতিকৃতি ক্যানভাসে ফুটিয়ে তুলে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলেছে সুন্দরবনের সায়ন মিদ্দা ৷ আগামিদিনে ফ্যাশন ডিজাইনার হতে চায় সে, পড়াশোনাও শুরু করেছে ৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি মডেলিংয়ে কাজও করেছে ৷
ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে সুন্দরবনের সায়ন (ইটিভি ভারত) দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের নারায়ণপুরে অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে সায়ন। বাবা কৃষক অত্যন্ত অভাব অনটনের মধ্য দিয়েই সংসার চলে তাদের। সায়নের ছোট থেকেই ইচ্ছে ছিল এমন কিছু করে দেখাবে যাতে বাবা-মায়ের মুখ উজ্জ্বল হয় ৷ সেই থেকেই শুরু। ছোট থেকেই যা কিছু সায়ন দেখত, সবই রং-তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তুলত ৷
স্থানীয় গণেশনগর বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে সে ৷ তারপর নামখানা নারায়ণ বিদ্যামন্দির থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্যের পর স্বপ্ন সফলে বিভোর হয়ে পড়ে ৷ তারপরই ইন্টারনেট সার্চ করা শুরু করে ৷ নিজের সৃষ্টি নিয়ে সায়ন বলে, "নারীকে নিয়ে বিভিন্ন শিল্পীর সৃষ্টি থাকলেও, ব্লেড দিয়ে কোনও নারীমূর্তির ফুটিয়ে তোলা হয়নি ৷ তাই 70টি ব্লেডের টুকরো দিয়ে এই এক নারী মূর্তিকে ফুটিয়ে তুলেছি।" ইতিমধ্যেই যে সৃষ্টি জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে ৷
সায়নের এই সাফল্যে খুশি তার মা, পিসি ও পরিবারের অন্যান্য সদস্যরা ৷ তাকে সাফল্যের শীর্ষে দেখতে চান মা বাসন্তী মিদ্দা ও পিসি লক্ষ্মী পাল ৷ তাঁরা চান আগামিদিনে দেশ-বিদেশে জায়গা করে নিক সায়ন ৷ পাশাপাশি, সায়নের ইচ্ছা আগামিদিনে ফ্যাশন ডিজাইনার হওয়া ৷ দেশ-বিদেশেও তাঁর আঁকা ছড়িয়ে পড়বে একদিন, সেই স্বপ্নকে সামনে রেখেই এগিয়ে যেতে চান সায়ন ৷