পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'অনুব্রত স্বমহিমায়', জেলা কমিটির বৈঠকে প্রথম কেষ্ট সাক্ষাতে বললেন শতাব্দী - SATABDI ROY ON ANUBRATA MONDAL

জেল থেকে জেলায় ফেরার পর প্রথমবার অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠকে শতাব্দী রায় ৷ কী বললেন অভিনেত্রী সাংসদ ৷

Satabdi Roy with Anubrata Mondal
বীরভূমে এক মঞ্চে বৈঠকে শতাব্দী ও অনুব্রত (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 9:15 PM IST

বোলপুর, 29 ডিসেম্বর: "পলিটিসিয়ানদের চেয়ার ছাড়তে নেই", অনুব্রত মণ্ডলের সঙ্গে প্রথম সাক্ষাতের পর মজার ছলে বললেন সাংসদ শতাব্দী রায় । রবিবার দীর্ঘ আড়াই বছর পর অনুব্রতর তত্ত্বাবধানে বোলপুরে দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক হয় । অনুব্রতর প্রত্যাবর্তনের পর এই প্রথম সাক্ষাৎ হল বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের ৷ 'অনুব্রত ফের স্বমহিমায়', সাক্ষাতের পর বললেন অভিনেত্রী সাংসদ ।

গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে 2 বছর পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল । তারপর এই প্রথম জেলা কমিটির বৈঠক । ইতিমধ্যেই 2 বার কোর কমিটির বৈঠকে যোগ দিয়েছেন অনুব্রত । কোর কমিটির চেয়ারম্যানও তিনিই । 15 ডিসেম্বর রামপুরহাটে হওয়া কোর কমিটির বৈঠকে ঠিক হয়েছিল জেলা কমিটির বৈঠক ডাকা হবে । সেই মতো অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানেই এদিন আড়াই বছর পর বোলপুরে দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক হল ৷

উপস্থিত ছিলেন, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরের সাংসদ অসিত মাল ও কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ-সহ দলের 19টি ব্লক, অঞ্চল সভাপতি, জেলা পরিষদের সদস্য জেলা কমিটির সদস্যরা ৷

অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠকের পর শতাব্দীর বক্তব্য (ইটিভি ভারত)

পরের দিকে বৈঠকে যোগ দেন বীরভূম কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় । এই প্রথম অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ হল তাঁর । এই প্রসঙ্গে শতাব্দী রায় বলেন, "মজার কথা, মজার আলোচনা হল ৷ সেই যেমন টেপ রেকর্ডার অফ করা থাকে, সেখান থেকে অন করলে যেমন হয় আর কি ৷ সাংগঠনিক কথাও হয়েছে বেশ কিছু ৷ ভাবনাচিন্তা নিয়েও কথা হল ।"

তিনি আরও বলেন, "দলীয় কর্মীরা উৎসাহিত । একটা লিডারশিপ তো ওনার আছেই ৷ তবে শান্ত ও স্বমহিমায় দেখলাম ।" মজার ছলে অভিনেত্রী সাংসদ বললেন, "আমি যখন মিটিংয়ে ঢুকলাম তখন বিকাশ দা বক্তব্য রাখছিল ৷ অনুব্রত মণ্ডল তাঁর পাশে ওনারই চেয়ারে বসতে দিলেন ৷ এবার মাইক ছেড়ে বিকাশ দা দেখবেন ওনার চেয়ারে বসে পড়েছি । তাই আমি অনুব্রত মণ্ডলকে বললাম এই জন্য পলিটিসিয়ানদের চেয়ার ছাড়তে নেই ।"

ABOUT THE AUTHOR

...view details