কলকাতা, 23 সেপ্টেম্বর: আইএমএ-এর নির্বাচনে লড়বেন না শান্তনু সেন। এমনই সিদ্ধান্ত নিলেন সংগঠনের সাধারণ সম্পাদক। রবিবার আগামীর নির্বাচন নিয়ে বৈঠক হয় রাজ্য শাখায় । সেখানে দফায় দফায় শুরু হয় উত্তেজনা । সংস্থার কোনও পদে রাজনৈতিক ব্যক্তিত্ব রাখা যাবে না বলে দাবি তোলেন সংগঠনের একাধিক সদস্য ৷ যদিও এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি ৷ এই আবহে নিজে থেকেই সরে দাঁড়ালেন চিকিৎসক শান্তনু সেন ।
নির্বাচনে লড়বেন না শান্তনু ! দশ বছর পর সিদ্ধান্ত বদল চিকিৎসক-নেতার - Indian Medical Association Election
Santanu Sen: ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নির্বাচনে লড়বেন না চিকিৎসক তথা রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন ৷ ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি ৷
Published : Sep 23, 2024, 2:53 PM IST
আইএমএ-এর পাঁচবারের জয়ী রাজ্য সম্পাদক শান্তনু সেন । 10 বছর ধরে তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন । কিন্তু এবার নিজেই সরে দাঁড়াচ্ছেন তিনি । রবিবারের বৈঠকের পর শান্তনু সেন বলেন, "আইএমএ অরাজনৈতিক একটি সংগঠন । সেখানে আমার মনে হয়েছে আমার রাজনৈতিক সত্ত্বা না রাখাই ভালো । যদিও অনেকেই সম্পাদক পদে অনেকেই আমার নাম প্রস্তাব করেছিল । আমি অনেকদিন সেই কাজ করেছি । কিন্তু এবার ব্যক্তিগতভাবে আমি নির্বাচনে আর লড়ব না ।"
প্রসঙ্গত, রবিবার আইএমএ-এর তরফে বৈঠকের আয়োজন করা হয়েছিল । সেখানে শুরু থেকেই দেখা গিয়েছে উত্তেজনা । জলপাইগুড়ি ও কলকাতার শাখা ভেঙে দেওয়ার সুপারিশ করেন অনেকে এই বৈঠকে । অন্যদিকে, বিরুপক্ষ বিশ্বাস, অভীক দে, তাপস চক্রবর্তী-সহ উত্তরবঙ্গ লবির সকলের সদস্য পদ খারিজের জন্যও সুপারিশ পাঠানো হবে হেডকোয়ার্টারে । সেই সিদ্ধান্তও নেওয়া হয় এই বৈঠকে ৷ একইসঙ্গে হেলথ ইউনিভার্সিটি, মেডিক্যাল কাউন্সিল, এগুলোও যাতে সুষ্ঠুভাবে নিজেদের দায়িত্ব পালন করে, সেবিষয়েও এদিন আলোচনা করা হয় বৈঠকে ৷ কারও কোনও প্রভাব ছাড়াই যাতে এই সংগঠন কাজ করে, সেবিষয় নিশ্চিত করতেও এদিন বৈঠকে বিস্তর আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷