কলকাতা, 3 সেপ্টেম্বর: সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার 24 ঘণ্টার মধ্যেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর ৷ নিয়ম অনুযায়ী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷ সোমবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হন সন্দীপ ঘোষ । আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন । তারপরই এদিন সন্ধ্যায় সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর ৷
তবে সন্দীপ ঘোষের এই সাসপেনশনকে আংশিক জয় হিসেবে দেখছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ এই বিষয়ে চিকিৎসক সৌম্যদীপ রায় বলেন, "এটা আমাদের আংশিক জয় । স্বাস্থ্যভবনের এই বিষয়ে আরও আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল । আমরা স্বাস্থ্যসচিব ,স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে এই কথাই বলতে স্বাস্থ্যভবনে গিয়েছিলাম । তখন আমাদের কথা শোনেননি । দুর্ভাগ্য স্বাস্থ্য দফতর পদক্ষেপ নিল সিবিআই পদক্ষেপ নেওয়ার পর ।