সোশাল মিডিয়ায় শেখ শাহজাহানের পোস্ট ঘিরে জল্পনা সন্দেশখালি, 26 জানুয়ারি: ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর দু'সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে ৷ এখনও খোঁজ মেলেনি তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত শেখ শাহজাহানের ৷ তিনি আদৌ এলাকায় রয়েছেন নাকি অন্য কোথাও পালিয়ে গিয়েছেন, তা নিয়ে জোর চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে ৷
এই পরিস্থিতিতে এবার নিজের ফেসবুক পেজ থেকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন 'ফেরার' তৃণমূল নেতা শেখ শাহজাহান ৷ তাও আবার সাধারণতন্ত্র দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে ৷ সোশাল মিডিয়ায় তাঁর পেজে 75তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, 'তোমার পথে চলব... তোমার কথাই বলব... শত্রুরা আসবে যখন বুক চিতিয়ে লড়ব ৷ তোমার পাশে আছি....!'
তবে এই পোস্ট আদৌও তৃণমূল নেতা শেখ শাহজাহান নিজে করেছেন নাকি অন্য কেউ তাঁর হয়ে ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ এনিয়ে শেখ শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, "শুভেচ্ছার পোস্টটি শাহজাহানের হয়ে অন্য কেউ করে থাকতে পারে ৷ কারণ, শাহজাহানের অফিশিয়াল ফেসবুক পেজটি তিনি নিজে দেখেন না ৷ তাঁর হয়ে অন্য কেউ দেখে থাকেন ৷"
এক্ষেত্রেও তৃণমূল নেতা শেখ শাহজাহান আড়ালে থেকে কীভাবে নিজের ফেসবুক পেজে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন, সেটাই এখন চর্চার বিষয়বস্তু ! এদিকে, কারামন্ত্রী অখিল গিরির দাবির সঙ্গে সহমত নন শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তিনি বলেন, "অখিল গিরি আমাদের দলের সিনিয়র নেতা ৷ উনি অনুমানের ভিত্তিতে বলেছেন যে, শাহজাহান ভাই চিকিৎসার জন্য রাজ্যের বাইরে গিয়েছেন ৷ শেখ শাহজাহান এখন কোথায় আছেন, আমাদের কাছে কোনও খবর নেই ৷ আমাদের সঙ্গে যোগাযোগ নেই ৷ তবে হয়তো আইনি কোনও পদক্ষেপ করার জন্য চুপচাপ রয়েছেন ৷"
গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি মামলার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ি গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের ৷ বাদ যায়নি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ৷ সেদিন শাহজাহান বাহিনীর হামলার মুখে পড়ে কোনওক্রমে পালিয়ে বাঁচেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ সেই ঘটনার প্রেক্ষিতে ন্যাজাট থানায় আলাদা আলাদা তিনটি মামলা রুজু হয় ৷
সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত শাহজাহান-ঘনিষ্ঠ 7 অনুগামীকে গ্রেফতার করেছে ৷ এদিকে সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড'-এর কোনও হদিশ নেই ৷ তৃণমূলের 'ফেরার' বাহুবলী নেতা শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ এদিকে তিনিই অন্তরালে থেকে অডিয়ো বার্তা দিচ্ছেন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ৷ কীভাবে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই সংগ্রাম চালাতে হবে, তাও তিনি বাতলে দিচ্ছেন অডিয়ো বার্তার মাধ্যমে ৷ এই অবস্থায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
আরও পড়ুন:
- সন্দেশখালিকাণ্ডের 'নায়ক' শাহজাহান কোথায় ? জানেন কারামন্ত্রী
- 19 দিন পর ফের শাহজাহানের বাড়িতে হানা ইডির, তালা ভেঙে প্রবেশ আধিকারিকদের
- সাড়ে ন'ঘণ্টা পর শাহজাহানের বাড়ি সিল করল ইডি, সাঁটানো হল সমনের নোটিশও