দত্তপুকুর, 11 মে: ভর সন্ধ্যায় বালি বোঝাই ট্রাক উলটে মৃত্যু দুই পথচারীর। আহত হয়েছেন আরও একজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন রজত হালদার (44) ও বুবাই রায় চৌধুরী (42)। শনিবার ঘটনাটি ঘটেছে দত্তপুকুর 1 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার জেরে সাময়িক বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। পরে, পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়।
প্রত্যক্ষদর্শী সুভাষ দাস বলেন, "বালি বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোয় এই বিপত্তি ঘটেছে। যেভাবে বালি বোঝাই ট্রাকটি উলটে গিয়েছে তাতে আরও বড় বিপদ ঘটতে পারত। পুলিশের উচিত এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া।" স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় একটি সাদা বালি বোঝাই ট্রাক দত্তপুকুর 1 নম্বর রেলগেট হয়ে নীলগঞ্জের দিকে যাচ্ছিল। রেলগেট পার হওয়ার সময় আচমকাই বালি বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।
সেই সময় এলাকায় প্রচুর ভিড় ছিল । বালি বোঝাই ট্রাক উলটে যাওয়ায় বিপত্তি ঘটে। দুর্ঘটনার জেরে আটকে পড়েন স্থানীয় তিন পথচারী। তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেন এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। কিছুক্ষণ পর আটকে থাকা ওই তিন পথচারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসা শুরু হওয়ার আগে মৃত্যু হয় রজত এবং বুবাই নামে আহত দুই পথচারীর।
অপরজন গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছেন বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তাঁর মাথা, মুখ ও ঘাড়-সহ দেহের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। আহত অনুপ দাসের বাড়ি দত্তপুকুরের সুভাষ পল্লী এলাকায়। তবে, মৃত ওই দুই পথচারীর পরিচয় সম্পর্কে বিশদে আর কিছু জানা সম্ভব হয়নি। ঘটনার পরই ঘাতক ট্রাকের চালক পলাতক ৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।