পুরুলিয়া, 16 অক্টোবর: মহিলা সুরক্ষা নিয়ে ফের প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন ৷ আরজি কর-কাণ্ড এবং তারপর কুলতলিতে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হচ্ছে রাজ্য তথা দেশ ৷ সেই আবহেই এবার পুরুলিয়ায় কুমারী নদীর পাড় থেকে মিলল এক অজ্ঞাত পরিচয় যুবতীর রক্তাক্ত দেহ ৷ বালি খুঁড়ে সেই দেহ উদ্ধার করা হয় ৷
বুধবার সকালে পুরুলিয়ার বরাবাজার এলাকায় নদীর পাড়ে রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ পুলিশ বালি খুঁড়ে যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে ৷ পুলিশ সূত্রে খবর, স্থানীয়রাই বালির উপরে প্রথমে রক্তের দাগ দেখতে পান ৷ একসঙ্গে অনেকটা রক্তের দাগ দেখে সন্দেহ হওয়ায় বরাবাজার থানায় খবর দেন স্থানীয়রা ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তের দাগ অনুসরণ করে নদীর ঢালে নামে ৷ সেখানে একটি জায়গায় বালির ঢিপি তাঁদের নজরে আসে ৷ সেখানে বালি খুঁড়লে এক যুবতীর রক্তাক্ত দেহ দেখতে পায় পুলিশ ৷
পুরুলিয়ায় নদীর পাড়ে বালি খুঁড়ে উদ্ধার যুবতীর রক্তাক্ত দেহ ৷ (ইটিভি ভারত) পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যুবতীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ ফলে অনুমান করা হচ্ছে, যুবতীকে প্রথমে খুন করা হয় ৷ তারপর প্রমাণ লোপাট করতে নদীর পাড়ে বালিতে পুঁতে দেওয়া হয়েছে তাঁকে ৷ পুলিশ মৃত যুবতীর পরিচয় জানার চেষ্টা করছে ৷ তবে, তাঁর মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে বলে জানিয়েছে বরাবাজার থানার পুলিশ ৷
অন্যদিকে, এই ঘটনায় ফের রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনাটি নিয়ে তাঁর সোশাল মিডিয়া পোস্টে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন ৷ সোশাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লিখেছেন, "বাংলার ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনার দিনেও, পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের পাশবিকতা অব্যাহত ! বাংলার দুই প্রান্তে পুনরায় নারকীয়ভাবে খুন করা হল দুই তরুণীকে ৷ একদিকে নদিয়ার কৃষ্ণনগরে একাদশ শ্রেণির এক ছাত্রীর অর্ধনগ্ন, আংশিক দগ্ধ দেহ উদ্ধার ৷ অন্যদিকে, পুরুলিয়ার বরাবাজার এলাকায় কুমারী নদীর তীরে বালি চাপা অবস্থায় উদ্ধার করা হল এক যুবতীর দেহ ৷"
নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার ৷ (নিজস্ব চিত্র) এই ইস্যুতে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের অযোগ্যতম এবং ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে কার্নিভালের মঞ্চে চিত্র তারকাদের সঙ্গে নৃত্য করতে ব্যস্ত, তখন রাজ্যের বিভিন্ন প্রান্তে অচিরে শেষ হয়ে যাচ্ছে বাংলার একের পর এক মেয়ের প্রাণ ৷ মহিলা মুখ্যমন্ত্রী হয়েও বাংলার মহিলাদের সুরক্ষার প্রতি বিন্দুমাত্র কর্তব্য পালন করতে অক্ষম যিনি, এই বাংলায় আর তাঁর কোনও প্রয়োজন নেই ৷ পশ্চিমবঙ্গের অযোগ্য মুখ্যমন্ত্রীকে আবার স্মরণ করাচ্ছি, এই মুহূর্তে যেন তিনি পদত্যাগ করেন ৷"
পুরুলিয়া এবং নদিয়ার ঘটনা নিয়ে আজ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবীকে চিঠিও লিখেছেন সুকান্ত মজুমদার ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সেখানে, রাজ্য সরকার এবং মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নারী সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ করেছেন ৷