কলকাতা, 30 সেপ্টেম্বর: পুজোর মুখে জোর দ্বন্দ্ব উৎসব আর প্রতিবাদের । প্রতিবাদে অংশ নেওয়ায় পুজো কমিটিগুলোর সমালোচনার মুখে পড়তে হয়েছে অনেক শিল্পীকে । তবে সে সব নিয়ে না-ভেবে, প্রতিবাদের ভাষাকেই আরও জোরদার করতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন বিশ্বখ্যাত শিল্পী সনাতন দিন্দা । তিনি নিজের নামে জুড়লেন তিলোত্তমার নাম । এখন থেকে প্রতিটা জায়গায় শিল্পকলা ও ছবিতে তিনি স্বাক্ষর করার সময় লিখছেন, 'সনাতন তিলোত্তমা দিন্দা'। আরজি করের তরুণী চিকিৎসক বিচার না-পাওয়া পর্যন্ত এই নামই তিনি লিখবেন বলে জানিয়েছেন সনাতন দিন্দা।
আরজি কর-কাণ্ডে পুজো কমিটিগুলির অধিকাংশকেই পথে দেখা যায়নি । চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য তথা দেশের রাজপথে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়লেও তাতে বিশেষ সামিল হতে দেখা যায়নি দুর্গাপুজো কমিটিগুলিকে ৷ তাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের কাছে বহুল সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাদের । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'উৎসবে ফেরার' ডাক দিয়েছিলেন ৷ তার পরও প্রতিবাদ থেকে পিছু হাটেনি মানুষ ৷ আমজনতার পাশাপাশি বহু শিল্পীও পথ হেঁটেছেন । নিজেদের শিল্পকর্মে প্রতিবাদ ধ্বনিত করেছেন ।