মেদিনীপুর, 31 জানুয়ারি:স্যালাইন-কাণ্ডে মৃত ও অসুস্থ প্রসূতিদের সন্তানেরা এবার একে একে অসুস্থ হয়ে পড়ছে ৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজে অসুস্থ হয়ে পড়া প্রসূতি মিনারা বিবির সদ্যজাত সন্তানকে পাঠাতে হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে । অন্যদিকে, মৃত প্রসূতি মামণি রুইদাসের সন্তানও ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজে । শিশু বিভাগের প্রধানের দাবি, "মিনারা বিবির সন্তানের নাভির কাছে জন্ম থেকেই কিছু সমস্যা রয়েছে । তার শল্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন ।
মেদিনীপুর মেডিক্যাল কলেজের অসুস্থ প্রসূতিদের পাশাপাশি এবার তাঁদেরই একজনের সদ্যজাত সন্তানের পরিস্থিতিও সংকটজনক হওয়ায় রেফার করা হল এসএসকেএমে ৷ জানুয়ারি মাসের শুরুতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমাতে সন্তানের জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন পাঁচজন প্রসূতি ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় এবং তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের রেফার করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে ।
সেই তিনজনের মধ্যে কেশপুরের প্রসূতি মিনারা বিবি পরে কলকাতা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ তাঁর সন্তান এতদিন বাড়িতেই ছিল । এবার সে অসুস্থ হয়ে একদিন আগে ভর্তি হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুদের স্পেশাল ইউনিটে । কিন্তু তাকে সুস্থ করতে না পারায় এবার শিশুটিকে রেফার করা হয়েছে এসএসকেএমে ।