বোলপুর, 24 ফেব্রুয়ারি: প্রায় বন্ধের মুখে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (এসএআই বা সাই) কবিগুরু ক্রীড়াঙ্গন কেন্দ্রটি ৷ কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের তরফে এই নিয়ে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে ৷ 31 মার্চের মধ্যেই তা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বীরভূম জেলা প্রশাসনের তরফে ৷
লোকসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত সোমনাথ চট্টোপাধ্য়ায় যখন বোলপুরের সাংসদ ছিলেন, সেই সময় স্থানীয় ডাকবাংলো মাঠে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই-এর শাখা গড়ে তোলার পরিকল্পনা করেন ৷ সেই মতো 20 বিঘা জায়গাজুড়ে শুরু হয় কাজ ৷ 2004 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৷ প্রথম ধাপে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল । পরে ধাপে ধাপে আরও বরাদ্দ করা হয় ৷
মাঠের অভাবে বন্ধের মুখে সাই-এর কবিগুরু ক্রীড়াঙ্গন, সমাধানের আশ্বাস কাজলের (ইটিভি ভারত) 2007 সালে কাজ সম্পূর্ণ হয় ৷ ওই বছরের 24 অক্টোবর সাই-এর অধীনস্ত ‘কবিগুরু ক্রীড়াঙ্গন’ কেন্দ্রের উদ্বোধন করেন তৎকালীন লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন সেই সময়কার কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মণিশঙ্কর আইয়ার, রাজ্য যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী সুভাষ চক্রবর্তী প্রমুখ ৷
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কবিগুরু ক্রীড়াঙ্গন (নিজস্ব ছবি) এই ক্রীড়া সংস্থা শুরু হয়েছিল মূলত চারটি খেলার প্রশিক্ষণ ও অনুশীলন কেন্দ্র হিসাবে ৷ তার মধ্যে অ্যাথলেটিক্স শুরু হয়েই পরিকাঠামোর অভাবে বন্ধ হয়ে গিয়েছিল । পরে আর চালু হয়নি । এছাড়া বাস্কেটবল, টেবিল টেনিস ও তিরন্দাজির প্রশিক্ষণ শুরু হয় ৷ বাস্কেটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্য আউটডোর ও ইনডোর স্টেডিয়াম রয়েছে । টেবিল টেনিসের জন্যও দু’টি ইনডোর স্টেডিয়াম রয়েছে । এখানে রয়েছে খেলোয়াড়দের থাকার জায়গা, ক্যান্টিন প্রভৃতি । বাইরে থেকে প্রশিক্ষণ নিতে এসে যাতে খেলোয়াড়েরা থাকতে পারেন, সেই সুবিধা যুক্ত আধুনিক মানের এই ক্রীড়াঙ্গন ।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কবিগুরু ক্রীড়াঙ্গন (নিজস্ব ছবি) সাই-এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানালেন, এই রাজ্যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কলকাতা, জলপাইগুড়ি, বোলপুর ও লেবং শাখায় সব ধরনের খেলার প্রশিক্ষণ দেওয়া হয় ৷ বোলপুর শাখা তিরন্দাজির জন্য খ্যাত । বর্তমানে মাঠ ও পরিকাঠামোর অভাবে বন্ধ হতে বসেছে তিরন্দাজি চর্চা ও প্রশিক্ষণ । এই মুহূর্তে তিরন্দাজি প্রশিক্ষণের জন্য মাত্র পাঁচজন রয়েছেন সাই-তে ৷ 31 মার্চের মধ্যে তাঁদের অন্যত্র ভর্তি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক ৷
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কবিগুরু ক্রীড়াঙ্গন (নিজস্ব ছবি) স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বোলপুর শাখার ইনচার্জ তথা তিরন্দাজির আন্তঃরাষ্ট্রীয় কোচ হরিশ কুমার বলেন, "2014 সাল থেকে আমি সাই-এর সঙ্গে যুক্ত । 2022 সাল পর্যন্ত ছিলাম । তারপর কলকাতায় চলে যাই । আবার যখন আমাকে বোলপুর সাই-এর দায়িত্ব দেওয়া হয়, এসেই সবচেয়ে দুঃখের খবর পাই আমাদের কাছে প্রশিক্ষণের জন্য মাঠ নেই । তাই 31 মার্চ থেকে তিরন্দাজি বন্ধ ৷ ছেলেমেয়েদের অন্য জায়গায় ভর্তি করে দিন ৷ এখান থেকেই কত খেলোয়াড় তৈরি হয়ে জাতীয়, এশিয়ান গেমিসে অংশ নিয়েছে, মেডেল নিয়ে এসেছে । এটা বন্ধ হয়ে যাওয়া মানে স্বপ্ন শেষ হয়ে যাবে ৷ প্রশাসনের সবস্তরে জানিয়েছি এটাকে বাঁচানোর জন্য ।"
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কবিগুরু ক্রীড়াঙ্গনে তীরন্দাজি প্রতিযোগিতা (নিজস্ব ছবি) প্রসঙ্গত, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার এই কবিগুরু ক্রীড়াঙ্গন থেকে তিরন্দাজিতে প্রশিক্ষণ নিয়ে এশিয়া কাপে খেলেছেন বীরভূমের লাভপুরের সুকৃতি সূত্রধর ৷ জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছেন তিনি । জাতীয় স্তরের সোনা জিতেছেন জুয়েল সরকার, ভারতীয় দলে খেলেছেন পূর্ব-বর্ধমানের রিমিল হেমব্রম, সিনিয়র ন্যাশনাল আর্চারিতে রুপো জিতেছেন পুরুলিয়ার সুজাতা মাড্ডি, তিনবার জাতীয় স্তরে খেলেছেন প্রাপ্তি বটব্যাল-সহ একাধিক খেলোয়াড় ।
অতীতে এখানে একাধিক জাতীয় স্তরের প্রতিযোগিতাও হয়েছে ৷ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা এসে অংশও নিয়েছেন । সদ্য বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে আয়োজিত হয় এনটিপিসি জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ । এখানে অংশ নিয়েছিল 25টি রাজ্য ও 7টি অঙ্গ রাজ্যের তিরন্দাজরা ৷ এই প্রতিযোগিতায় ছিল বোলপুর সাই-এর সদস্যরাও ৷
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কবিগুরু ক্রীড়াঙ্গনে তীরন্দাজি প্রতিযোগিতা (নিজস্ব ছবি) তার পরও এখানে তিরন্দাজির প্রশিক্ষণ বন্ধ হওয়ার মুখে ৷ এক্ষেত্রে মূল সমস্যা মাঠকে কেন্দ্র করে ৷ সংস্থার নিজস্ব কোনও মাঠ নেই ৷ এতকাল বীরভূম জেলা পরিষদের অন্তর্গত ডাকবাংলো মাঠের একটা দিক ঘিরে নিয়েই চলছিল তিরন্দাজি প্রশিক্ষণ । কেন্দ্রীয় সরকারের সংস্থা হল সাই, আর প্রশিক্ষণের মাঠটি হল রাজ্য সরকারের । তাই লিখিত ভাবে মাঠটি দেওয়ার কোনও নিয়ম নেই ৷ যেহেতু তিরন্দাজি প্রশিক্ষণের কোনও মাঠ বোলপুর সাই-এর নেই, তাই 31 মার্চ এই কেন্দ্রে তিরন্দাজি প্রশিক্ষণের জন্য নতুন করে ভর্তি নেওয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক ৷ আর এতেই হতাশ সকলে ৷
পশ্চিমবঙ্গ তিরান্দাজি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তাপসকুমার হাজরা বলেন, "এটা বন্ধ হয়ে যাওয়া খুবই দুঃর্ভাগ্যজনক ব্যাপার ৷ এই সাই থেকে আমাদের 40 থেকে 50 জন জাতীয়স্তরে খেলেছে । এশিয়া কাপে খেলেছে । পদক জিতে এসেছে ৷ তাই এটা বন্ধ হয়ে গেলে এত চেয়ে খারাপ কিছুই নেই ৷ তবে আমরা সর্বস্তরে বলেছি, জানিয়েছি ৷ চেষ্টা করে চলেছি ৷ এই মুহূর্তে যদি জেলা পরিষদের সঙ্গে মাঠ নিয়ে একটা মউ সাক্ষর হয়, তবেই বাঁচানো সম্ভব ৷ আমরা আশাবাদী শুভবুদ্ধি সম্পন্ন লোকের অভাব নেই, এটাকে বন্ধ হতে দেবে না কেউ ।"
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কবিগুরু ক্রীড়াঙ্গনে তীরন্দাজি প্রতিযোগিতা (নিজস্ব ছবি) যদিও, বিষয়টি সমাধান করতে আসরে নেমেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ । তিনি বলেন, "এখনও বন্ধ হয়নি, বন্ধ হওয়ার মুখে৷ জেলা পরিষদের মাঠেই ওরা বিগত দিনে খেলা করে এসেছে । তবে লিখিত কিছু নেই, কারণ এটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয় ৷ ওঁদের বলেছি একটা আবেদন করতে ৷ আমি জেলাশাসক থেকে অতিরিক্ত জেলাশাসক সকলের সঙ্গে কথা বলব । আশা করি কোনও একটা পথ বেরিয়ে আসবে ৷ এখান থেকেই যাঁরা খেলতে যান, তাঁরা আমাদেরই পরিবারের ছেলেমেয়ে ৷ তাঁদের কথা মাথায় রেখে কিছু এটা পথ বের করব । বন্ধ হতে দেব না ।"
সেটা হলে শুধু তিরন্দাজি নয়, এখানে থাকা টেবিল টেনিসের 30 জন শিক্ষানবিশেরও (তাদের মধ্যে 10 জন আবাসিক । 20 জন স্থানীয় ছেলেমেয়ে) সমস্যা মিটবে ৷ তবে শুধু মাঠের সমস্যা সমাধান করলেই হবে না ৷ এখানে আরও একাধিক সমস্যা রয়েছে ৷ স্থায়ী প্রশিক্ষক নিয়োগ বন্ধ দীর্ঘদিন ধরে, নেই পর্যাপ্ত কর্মী ৷ অস্থায়ী শিক্ষক-কর্মীদের নিয়েই কাজ চালাতে হয় ৷ এই সমস্যাগুলোরও সমাধান প্রয়োজন ৷