পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলেজে হামলার জের ! সাসপেন্ড সাগরদত্ত মেডিক্যালের 9 চিকিৎসক পড়ুয়া - Sagore Dutta Hospital - SAGORE DUTTA HOSPITAL

College of Medicine & Sagore Dutta Hospital: বিজ্ঞপ্তি দিয়ে 9 জন চিকিৎসক পড়ুয়াকে সাসপেন্ড করল সাগর দত্ত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ৷ বৃহস্পতিবার হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই 9 জনকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর ৷

Sagore Dutta Hospital News
সাগর দত্ত মেডিক্যাল কলেজে নয় চিকিৎসক পড়ুয়া সাসপেন্ড (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 10:49 PM IST

ব‍্যারাকপুর, 10 সেপ্টেম্বর: গন্ডগোলের ঘটনায় অভিযুক্ত স্নাতকস্তরের নয় চিকিৎসক পড়ুয়াকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে হাসপাতাল কর্তৃপক্ষ । সাসপেন্ড হওয়া এই ন'জনের তালিকাও মঙ্গলবার টাঙিয়ে দেওয়া হয়েছে কলেজের নোটিশ বোর্ডে । এর আগে এই গন্ডগোলের ঘটনায় অভিযুক্ত 15 জন চিকিৎসক পড়ুয়াকে কলেজের হস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ । সেই সঙ্গে এদের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছিল স্থানীয় থানায় । তারপরেই এই সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ ৷

হাসপাতাল সূত্রে খবর, গন্ডগোলের ঘটনায় অভিযুক্ত 15 জন চিকিৎসক পড়ুয়ার মধ্যে 9 জন আন্ডার গ্র‍্যাজুয়েট । বাকি 6 জন পিজিটি পড়ুয়া ।ন'জনের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি হস্তক্ষেপ করলেও বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে হাসপাতালের তরফে আবেদন করা হয়েছে স্বাস্থ্যভবনে । অভিযুক্ত ছ'জন পিজিটি পড়ুয়া হওয়ার কারণেই তাঁদের পদক্ষেপের বিষয়টি স্বাস্থ্যভবনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ।

নয় চিকিৎসক পড়ুয়ার সাসপেনশনের বিজ্ঞপ্তি (ইটিভি ভারত)
এই বিষয়ে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, প্রথমে তাঁরা এই 15 জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে । পরে কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এবং খবর নিয়ে জানতে পারেন এর মধ্যে একজন ঘটনার দিন ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না । তাই, তার নাম অভিযুক্তদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । তবে বহিষ্কৃত এই 9 জন এখনও এমবিবিএস পাস করেনি । সেকারণে কলেজ কর্তৃপক্ষ এদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছেন । বাকি পাঁচজন ইন্টার্ন । তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কলেজের অধ্যক্ষ দরবার করেছেন স্বাস্থ্যভবনে ।

প্রসঙ্গত, আরজি করে নিহত চিকিৎসক পড়ুয়ার বিচার চেয়ে মেডিক্যাল কলেজগুলিতে ডাক্তারদের আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার কলেজ কাউন্সিলের বৈঠক চলাকালীন ধুন্ধুমার বেঁধে যায় কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । পোস্ট গ্র‍্যাজুয়েট চিকিৎসকদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বৈঠকের মাঝেই হামলা চালানোর অভিযোগ উঠেছে কলেজেরই আন্ডার গ্র্যাজুয়েট পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে । হামলায় এক পোস্ট গ্র‍্যাজুয়েট চিকিৎসক পড়ুয়া আহত হন । চলে ভাঙচুরের মতো ঘটনাও । এর বিরুদ্ধে সেদিন দীর্ঘক্ষণ অবস্থান-বিক্ষোভ চলেছিল কলেজের কনফারেন্স রুমের বাইরে । এই নিয়ে প্রথমে 15 জনের বিরুদ্ধে থানায় ও কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছিল । অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা । সেই নিয়েই এবার মোট 9 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হল কলেজ কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details