পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোনও প্রার্থী নয়, আমার লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে: সায়নী - Lok Sabha Elections

বারুইপুর পূর্বে প্রচারে গিয়ে বসন্ত উৎসবে মাতলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ৷ তবে তিনি আগামী 4 জুন সবুজ আবির খেলবেন বলে জানিয়ে দিয়ে গেলেন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 8:22 PM IST

Updated : Mar 25, 2024, 9:43 AM IST

আমার লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে: সায়নী

বারুইপুর, 24 মার্চ: বসন্ত উৎসবের আবহেই প্রচারে মাতলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ৷ দোলপূর্ণিমার আগের দিনই তাঁর হাত ধরে বসন্ত উৎসবের সূচনা হল বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ৷ ছোট থেকে বড় - সবাইকে নানা রঙের আবিরে রাঙানোর সঙ্গে সঙ্গেই আগামী 4 জুন সবুজ আবির খেলার কথা মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রী প্রার্থী ৷

রাত পোহালেই রঙে রঙে রঙিন হবে আকাশ । তার আগে রবিবার বসন্ত উৎসব খেলা শুরু করে দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ । বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে আয়োজিত বসন্ত উৎসবে যোগ দেন তিনি ৷ তাঁকে ঘিরে উৎসাহ ধরা পড়ে উপস্থির সবার মধ্যে ৷ এলাকার কচিকাঁচারা এ দিন সবুজ-লাল আবির মাখিয়ে দেয় সায়নীকে । তৃণমূল প্রার্থীও উপস্থিত বিধায়ক থেকে শুরু করে একে একে সবাইকে আবিরে রাঙিয়ে দেন ৷ এরপর নাচের তালে মেতে ওঠেন সকলে ।

জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী সায়নী বললেন, "সাংসদ হওয়ার পরও দোল খেলব । কিন্তু তার আগে মানুষের ভালোবাসা পেলে সবুজ আবির খেলব 4 জুন ।"

দিনকয়েক আগে যাদবপুর লোকসভা কেন্দ্রে সৌজন্যের নজির গড়েছেন সায়নী । সিএএ আতঙ্কে আত্মঘাতী দেবাশিস সেনগুপ্তের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয় তাঁর প্রতিদ্বন্দ্বী তথা যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সঙ্গে । তাঁকে দেখেই এগিয়ে যান সায়নী, কথা বলেন সৃজনের সঙ্গে । সৃজনও একইরকম সৌজন্য দেখান সায়নীকে । এই প্রসঙ্গ তুললে আজ সায়নী বলেন, "আমি বারবারই বলেছি, আমার লড়াই সিপিএম বা বিজেপি প্রার্থীর সঙ্গে নয় । শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে । আর সৌজন্য সৌহার্দ্য সবসময়ই থাকবে । সেটাই থাকা উচিত ৷"

আরও পড়ুন:

  1. কী কাজ করেছি মানুষ জানে, ইটিভি ভারতকে বললেন দেব
  2. প্রার্থী কোন ঘোষ ? জল্পনার মাঝেই বিজেপির দেওয়ালে দিলীপ, দৌড়ে ভারতীও
  3. সব টাকা খরচ করলেও দেবশ্রীকে নিয়ে রায়গঞ্জে 'ক্ষোভের পাহাড়', দেখুন রিপোর্ট কার্ড
Last Updated : Mar 25, 2024, 9:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details