কলকাতা, 20 সেপ্টেম্বর: দশ বছর আগে কলকাতা দেখেছিল 'হোক কররব' আন্দোলন। দশ বছর পরে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে শহর দেখছে প্রতিবাদের নয়া রূপ। দশ বছর আগে বৃষ্টিভেজা কলকাতার লাখ লাখ মানুষের মিছিলে যারা পা মিলিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই আজ ফের সামিল সেই প্রতিবাদ মিছিলে। তাদের একটাই আক্ষেপ দীর্ঘদিন লড়াই করার পরে সেই অভয়ার মতো ঘটনা ঘটে চলেছে।
2014 সালের সেপ্টেম্বর মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার প্রতিবাদে গর্জে উঠেছিল শহর কলকাতা। আন্দোলনকারীদের ঠেকাতে না পেরে কর্তৃপক্ষের তরফে তাদের উপরে হামলার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে আন্দোলনকারী পড়ুয়াদের মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধেও। যা নিয়ে শুরু হয় ফের আন্দোলন।
সেই 'হোক কলরব'-এর দশম বর্ষপূর্তিতে কলকাতা শুনছে নতুন স্লোগান 'হোক প্রতিবাদ'। স্লোগান নতুন হলেও ভাষা রয়ে গিয়েছে কার্যত প্রায় একই। যদিও তখন তাঁরা কলেজ পড়ুয়া ছিলেন, আজ তাঁরা নিজের কর্মক্ষেত্রে সফলভাবে কাজ করছেন। কিন্তু, প্রতিবাদের রাস্তা থেকে সরে আসেননি ৷ 'পাবলিক হাইজিন অ্যান্ড হেলথ'-এর জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার। চিকিৎসক আন্দোলনের অন্যতম মুখ সে। তবে এটাই প্রথম নয়, এর আগে হোক কলরবের মিছিলেও সাক্ষী থেকেছেন তিনি।