মানিকতলার বেঙ্গল কেমিক্যাল গেটের সামনে পথ দুর্ঘটনা কলকাতা, 19 এপ্রিল:মানিকতলার বেঙ্গল কেমিক্যাল গেটের সামনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই শিশু-সহ তিনজন। দুর্ঘটনার সময় শিশুরা ফুটপাতে খেলছিল। অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ফুটপাতের উপর উঠে উলটে যায় । তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় দুই শিশুকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এবং একজন পথচারীকেও সেখান থেকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, কাঁকুড়গাছির দিক থেকে আসছিল গাড়িটি । গাড়িটি তীব্র গতিতে এসে রাস্তার পাশে গার্ডরেল ভেঙে আচমকায় উঠে আসে ফুটপাথে । সেখানে খেলছিল ছ'বছরের রিয়া ঘোষ এবং অঙ্কিত সাউ নামে দুই শিশু । তারা দু'জনেই ওই গাড়ির ধাক্কায় আহত হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক জন ।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, দ্রুত গতিতে ছুটে আসে গাড়িটি। প্রথমে স্থানীয় একটি দোকানে ধাক্কা মারে । সে সময় ফুটপাথে খেলছিল দুই শিশু। একজন গাড়ির নীচে চলে যায়। অন্য শিশুটি গাড়ির ধাক্কায় ছিটকে পাশে পড়ে যায় । দুই শিশুকেই রক্তাক্ত অবস্থায় সেখান থেকে তড়িঘড়ি উদ্ধার করা হয়। সেই সময় ফুটপাত ধরে হাঁটছিলেন এক পথচারি ৷ তিনিও ওই গাড়ির ধাক্কায় আহত হন ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা থানার পুলিশ। পৌঁছন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরাও । গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তিকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটিকে সেখান থেকে বাজেয়াপ্ত করে স্থানীয় মানিকতলা থানায় নিয়ে যাওয়া হয়েছে । গাড়ির যিনি চালাচ্ছিলেন তিনি মধ্যপ অবস্থায় ছিলেন নাকি কোনও যান্ত্রিক গোলযোগের জন্য এই দুর্ঘটনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "গাড়ির মালিকের খোঁজ চলছে । গাড়ির মধ্যে থেকে যাদের উদ্ধার করা হয়েছে, তাঁদের আগে চিকিৎসার প্রয়োজন রয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷"
আরও পড়ুন:
- কলকাতাগামী বাস দুর্ঘটনায় ওড়িশায় মৃত কমপক্ষে 5, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
- বাইক টেনে নিয়ে যাচ্ছে লরি, দরজা ধরে ঝুলছেন আরোহী ! দেখুন রোমহর্ষক ভিডিয়ো
- কাকলি ঘোষ দস্তিদারের গাড়িতে দুর্ঘটনা, মাথায় আঘাত তৃণমূল সাংসদের