পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলমগ্ন রাস্তা পার নিয়ে রিকশা চালকের সঙ্গে বচসা, গোলাবাড়িতে অন্তঃসত্ত্বার সামনেই খুন স্বামী - Murder in Howrah - MURDER IN HOWRAH

Rickshaw Driver kills Young Man: অন্তঃসত্ত্বাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় রিকশা চালকের সঙ্গে বচসা ৷ স্ত্রীর সামনেই পেটে ছুরি ঢুকিয়ে যুবককে খুনের অভিযোগ ৷ ধৃত অভিযুক্ত রিকশা চালক ৷

Rickshaw Driver kills Young Man
হাওড়ায় যুবককে হত্যার অভিযোগ রিকশা চালকের বিরুদ্ধে (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 2:06 PM IST

হাওড়া, 9 জুলাই: জলমগ্ন রাস্তা পার হওয়া নিয়ে রিকশা চালকের সঙ্গে বচসা ৷ সেই অশান্তির জেরে স্ত্রীর সামনেই প্রাণ গেল যুবকের ৷ পেটে ছুরি ঢুকিয়ে খুনের অভিযোগ ৷ গ্রেফতার অভিযুক্ত রিকশা চালক মহম্মদ জুগনু ৷ মৃতের নাম মহম্মদ দুলারা ৷ ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় হাওড়ার গোলাবাড়ি থানার কাপুরগলি এলাকাতে ।

গোলাবাড়িতে অন্তঃসত্ত্বার সামনেই খুন স্বামী (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে খবর, হাওড়াতে বৃষ্টি হলেই জমা জলের সমস্যা দীর্ঘদিনের । এ দিনও সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল গোলাবাড়ি এলাকায় । বৃষ্টির মধ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রিকশাভাড়া করেন মহম্মদ দুলারা । তাঁর বাড়ির সামনে গলিতে বৃষ্টির জল জমে ছিল ৷ রিকশাচালককে সেই জল পার করিয়ে দিতে বলেছিলেন তিনি । কিন্তু মহম্মদ জুগনু নামে ওই রিকশাচালক তাতে রাজি হননি । এরপরেই এক-দু'কথা থেকে বচসা বাধে দু'জনের মধ্যে ।

অভিযোগ, তখন রিকশাচালক দুলারাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন । বচসা আরও বাড়ে । তখন আচমকাই ছুরি বার করে দুলারার পেটে ঢুকিয়ে দেন ওই রিকশাচালক । দুলারার স্ত্রীর সামনেই এই ঘটনা ঘটে ৷ তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন । ওই আহত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ।

সোমবারের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ঘটনার তদন্ত নেমে মৃতের স্ত্রীর বয়ানের ভিত্তিতে অভিযুক্ত রিকশা চালককে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ । যদিও রিকশাচালকের দাবি, তিনি প্রথম থেকেই ওই যাত্রীদের নিয়ে যেতে রাজি হননি । তাঁর অন্যত্র ভাড়া ছিল । কিন্তু জোর করেই তাঁর রিকশায় উঠে পড়েছিলেন দুলারা । তারপর ওই জমা জল পার করিয়ে দিতে বলেন । এ নিয়ে মারামারি হয় তাঁদের । পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে খুনের ধারা রুজু করে তদন্ত শুরু হয়েছে । গোলাবাড়ি থানা সূত্রে জানা গিয়েছে, তর্কাতর্কি থেকে এই ঘটনা ঘটেছে ।

ABOUT THE AUTHOR

...view details