পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আন্দোলন স্তিমিত হওয়ার সুযোগ নিয়েছে সিবিআই ! বিস্ফোরক অভিযোগ আরজি করের নির্যাতিতার বাবার - RG KAR RAPE AND MURDER

সুবিচারের দাবিতে আন্দোলন জারি থাকবে বলে জানালেন আরজি করের নির্যাতিতার বাবা-মা ৷ সিবিআই আপাতত ব্যর্থ হলেও, কেন্দ্রীয় সংস্থার উপরেই আস্থা রাখছেন তাঁরা ৷

RG KAR RAPE AND MURDER
সিবিআইয়ের বিরুদ্ধে আন্দোলন স্তিমিত হওয়ার সুযোগ নেওয়ার অভিযোগ করলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

কলকাতা, 14 ডিসেম্বর: সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন ইস্যুতে সিবিআইয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা ৷ আন্দোলন স্তিমিত হওয়ার সুযোগ নিয়ে তদন্তে ঢিলেমির অভিযোগ করলেন তাঁরা ৷ তবুও সিবিআইয়ের উপরেই ভরসা রাখছেন নির্যাতিতার বাবা-মা ৷

শনিবার বিকেলে মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযানে সামিল হয়েছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা ৷ তদন্তের 90 দিনের মাথায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা না-দেওয়া নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তে ঢিলে দেওয়ার অভিযোগ করেছেন তাঁরা ৷

নির্যাতিতা চিকিৎসকের বাবা বলেন, "খুব দুঃখ পেয়েছি ৷ আমরা ভাবতে পারিনি এমনটা হবে ৷ এই পুরো বিষয়টাই সিবিআইয়ের ব্যর্থতা ৷ চারিদিকে সেটিং-এর অভিযোগে প্ল্যাকার্ড পড়েছে ৷ আসলে সিবিআই আন্দোলন স্তিমিত হওয়ার সুযোগ নিয়েছে ৷ যখন আন্দোলন চলছিল সিবিআই ভালোই কাজ করেছে, তখনই সবাইকে গ্রেফতার করেছে ৷ আন্দোলন আগের মতো থাকলে সিবিআই এই কাজ করতে পারত না ৷"

কিন্তু, এরপরেও বাধ্য হয়ে সিবিআইয়ের উপর আস্থা রাখার কথা বলছেন তাঁরা ৷ আরজি করের নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার মায়ের বক্তব্য, "আমরা এখন রাস্তাতেই থাকব ৷ রাজ্যবাসী তথা দেশবাসী সবাইকে বলব, হতাশার কিছু নেই ৷ আন্দোলনই একমাত্র পথ বিচার ছিনিয়ে আনার ৷ সিবিআইকে ভরসা না-করলে আর কোনও উপায় নেই ৷ একজনকে তো ভরসা করতেই হবে ৷"

উল্লেখ্য, প্রমাণ লোপাট মামলায় নিয়ম অনুযায়ী, 90 দিন পর নিম্ন আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের ৷ কিন্তু, সেই সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আর তারপরেই শুক্রবার আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনে প্রমাণ লোপাটের মামলায় প্রাক্তন অধক্ষ্য সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দেয় আদালত ৷

ABOUT THE AUTHOR

...view details