পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিবিআই-ইডি ডাকেনি, সপরিবারে ঘুরতে এসেছি; জল্পনা উড়িয়ে দাবি চিকিৎসক সুশান্ত রায়ের - Kolkata Doctor Rape And Murder

Sushanta Kumar Roy: সিবিআই বা ইডি তাঁকে ডাকেনি ৷ তিনি সপরিবারে ঘুরতে গিয়েছেন বলেই চেম্বার বন্ধ রেখেছেন ৷ জল্পনা উড়িয়ে ইটিভি ভারতকে একথা জানালেন বিতর্কিত চিকিৎসক সুশান্তকুমার রায় ৷ আরজি কর-কাণ্ডে তাঁর নাম জড়িয়েছে ৷

ETV BHARAT
সিবিআই-ইডি তাঁকে ডাকেনি বলে দাবি করলেন চিকিৎসক সুশান্ত রায় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 8:01 PM IST

জলপাইগুড়ি, 20 সেপ্টেম্বর: তাঁর বাড়ির সামনে নোটিশ দেখে শুরু হয়েছিল জল্পনা ৷ তিনদিন চেম্বার বন্ধ রাখার ঘোষণায় চর্চা শুরু হয়েছিল যে, তাহলে কি আরজি কর-কাণ্ডে নাম জড়ানো চিকিৎসক সুশান্তকুমার রায়কে এবার তলব করেছে সিবিআই বা ইডি ? সেজন্যই কি তিনি চেম্বার তিনদিন বন্ধ রেখে জলপাইগুড়ি ছেড়ে কলকাতায় যাচ্ছেন ? তবে এবার এই জল্পনায় জল ঢাললেন স্বয়ং চিকিৎসক ৷ ইটিভি ভারতকে তিনি জানিয়ে দিলেন, সিবিআই বা ইডি তাঁকে তলব করেনি ৷

গতকাল থেকে সুশান্তকুমার রায়ের বাড়ির গেটে নোটিশকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় । নোটিশে লেখা, "বন্ধ । 19 /09/24 তারিখ থেকে তিনদিন বন্ধ । 23/09/24 তারিখ সোমবার থেকে খোলা"। আরজি কর-কাণ্ডে কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছে সুশান্ত রায় ও তাঁর ছেলে সৌত্রিক রায়কে ? ওই নোটিশকে ঘিরে এমনই জল্পনা শুরু হয় । চারদিন কোথায় থাকবেন ডাক্তারবাবু ? চারদিন কি চেম্বার বন্ধ করে কলকাতায় গেলেন সুশান্তকুমার রায় ? প্রশ্নগুলি ঘুরপাক খেতে থাকে বিভিন্ন মহলে ৷

এই নিয়ে ধোঁয়াশা কাটাতে চিকিৎসক সুশান্তকুমার রায়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে ইটিভি ভারত ৷ তিনি তখন যাবতীয় জল্পনা উড়িয়ে জানান, "আমাকে সিবিআই বা ইডি কেউ ডাকেনি । আমি আমার পরিবারকে নিয়ে বাইরে ঘুরতে এসেছি । আড়াই থেকে তিন মাস আগেই আমাদের প্রোগ্রাম করা ছিল । সেই মতো আমি ঘুরতে এসেছি । নানা লোকে নানা কথা বলছেন । সব প্রশ্নের উত্তর দেওয়া যায় নাকি । যা চলছে সবাই জানে । এই বিষয়ে কী আর বলব । আমাকে ডেকে পাঠানো হচ্ছে ! আজেবাজে কথা বলা হচ্ছে ! ঘুরতে যাওয়ার জন্য মাসখানেক আগে থেকেই বুকিং ছিল । অপথালমোলজি সোসাইটি ওয়েস্ট বেঙ্গল চিঠি দিয়েছে শুনেছি । কিন্তু আমার কাছে কোনও চিঠি আসেনি । চিঠি পেলে অবশ্যই আমি উত্তর দেব । আমি আমার সোমবার থেকে রোগী দেখব । আমি আমার রুটিন অনুযায়ী কাজ করছি ৷"

ইতিমধ্যেই আরজি কর-কাণ্ডে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডা. সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই ও ইডি তল্লাশি চালিয়েছে । সুদীপ্ত রায়কে নিজের দফতরেও ডেকে পাঠিয়েছে ইডি । এরপরেই কী সুশান্ত রায়ের ডাক আসবে, এই প্রশ্নেই তোলপাড় চিকিৎসক মহল । উত্তরবঙ্গ লবির প্রভাব ও তাদের থ্রেট কালচারের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে । সুশান্ত রায়ের ইন্ধনেই অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসদের বাড়বাড়ন্ত ছিল বলে অভিযোগ উঠেছে । আইএমএ বেঙ্গল শাখা ডা. সুশান্তকুমার রায়কে সাসপেন্ড করার দাবি তুলেছে ।

আরজি কর-কাণ্ডে উঠে এসেছে জলপাইগুড়ির চোখের ডাক্তার তথা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সহ সভাপতি ডা. সুশান্তকুমার রায় ও তাঁর ছেলে সৌত্রিক রায়ের নাম ৷ শুধু তাই নয়, আরজি করের ঘটনার দিন সেখানে উপস্থিত ছিলেন বলে সংবাদমাধ্যমে স্বীকারও করেছেন সুশান্ত রায় ।তাঁর দাবি, মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার দিন আরজি কর হাসপাতালে তিনি গিয়েছিলেন । তবে কোন এক্তিয়ারে তিনি ক্রাইম সিনে গিয়েছিলেন, সেই প্রশ্ন উঠেছে ৷

ABOUT THE AUTHOR

...view details