পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে বিনীত গোয়েল, আদালতের বাইরে বিস্ফোরক দাবি সঞ্জয়ের

তাঁকে আরজি কর মামলায় ফাঁসিয়েছেন বিনীত গোয়েল ৷ শিয়ালদা আদালত থেকে বেরনোর সময় এমনই বিস্ফোরক দাবি করলেন মূল অভিযুক্ত সঞ্জয় রায় ৷

ETV BHARAT
আদালতের বাইরে বিস্ফোরক দাবি সঞ্জয়ের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2024, 6:47 PM IST

Updated : Nov 11, 2024, 7:05 PM IST

কলকাতা, 11 নভেম্বর: ফের বিস্ফোরক দাবি আরজি করের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ৷ আদালতের বাইরে চিৎকার করে তিনি সরাসরি আঙুল তুললেন প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের দিকে ৷ সঞ্জয়ের দাবি, তাঁকে ষড়যন্ত্র করে এই ঘটনায় ফাঁসিয়েছেন বিনীত গোয়েল ৷

এদিন শিয়ালদা আদালতে শুরু হয়েছে আরজি কর মামলার বিচারপ্রক্রিয়া ৷ সেখানেই হাজির করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ৷ দিনের শেষে আদালত চত্বরের কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যেই সঞ্জয়কে যখন আদালত থেকে বের করা হয়, তখন চিৎকার করে ওঠেন সঞ্জয় ৷ প্রিজন ভ্যানের তোলার আগে জোর গলায় তিনি বলেন, "বিনীত গোয়েল আমাকে সাজিশ (ষড়যন্ত্র) করে ফাঁসিয়েছে !"

গত সোমবারও শিয়ালদা আদালত চত্বরে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন সঞ্জয় রায় ৷ তিনি দাবি করেন যে, তিনি সরকারের ষড়যন্ত্রের শিকার হয়েছেন ৷ আর আজও শিয়ালদা আদালত থেকে বেরনোর সময় প্রিজন ভ্যান থেকে মুখ বের করে চিৎকার করে ওঠেন তিনি ৷ আঙুল তোলেন প্রাক্তন নগরপালের দিকে ৷

আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় আজ থেকে শুরু হয়েছে বিচারপ্রক্রিয়া ৷ এদিন সঞ্জয় রায়কে হাজির করার আগে আদালত চত্বরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ৷ সঞ্জয় যাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলতে না-পারেন, সেজন্য আদালতে এদিন পুলিশে পুলিশে ছয়লাপ ছিল । তবে সমস্ত নিরাপত্তা এবং বাধা অতিক্রম করে সঞ্জয় রায় ক্যামেরার সামনে দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে। আর তিনি এই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিনীত গোয়েলের বিরুদ্ধে ৷

আজ আরজি কর ধর্ষণ ও খুনের মামলার বিচারপর্বের প্রথম দিনে দু'জনের সাক্ষ্য গ্রহণ করেছে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-1 । নির্যাতিতার বাবা ও তাঁর পরিবারের এক সদস্যের সাক্ষ্য গ্রহণ হয়েছে । এদিন দুপুর দুটোর পর বিচারপ্রক্রিয়া শুরু হয় । তা এদিনের মতো শেষ হয়েছে বিকেল পাঁচটায় ৷

Last Updated : Nov 11, 2024, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details