পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিনব প্রতিবাদ ! পুজোর আমন্ত্রণপত্রে লেখা 'উই ওয়ান্ট জাস্টিস' - Kolkata Rape And Murder Case - KOLKATA RAPE AND MURDER CASE

Protest Via Puja Invitation: আরজি কর ঘটনার প্রতিবাদে পুজোর আমন্ত্রণ পত্রে লেখা 'উই ওয়ান্ট জাস্টিস' ৷ উৎসবের মধ্যে থেকেও প্রতিবাদের জন্য এমনই পথ বেছে নিল রায়গঞ্জের 'বিদ্রোহী' ক্লাব ৷

Protest Via Puja Invitation
পুজোর আমন্ত্রণ পত্রে 'উই ওয়ান্ট জাস্টিস' (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 2:18 PM IST

রায়গঞ্জ, 21 সেপ্টেম্বর:উৎসব হবে ৷ তবে তার পাশাপাশি চলবে আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদ ৷ এমনই অভিনব পথ বেছে নিয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের একটি ক্লাব ৷

শাস্ত্রমতে রথের দিন থেকেই দুর্গা পুজোর সূচনা ৷ কাঠামো পুজোর পর থেকে মা দুর্গার আরাধনার প্রস্তুতি শুরু করে দেন সকলে ৷ এবারও তার অন্যথা হয়নি ৷ বাকিদের মতো পুজোর সমস্ত প্রস্তুতি শুরু করে দেয় রায়গঞ্জের 'বিদ্রোহী' ক্লাব ৷

অভিনব প্রতিবাদ (ইটিভি ভারত)

কিন্তু গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের ঘটনার পর আনন্দের সেই প্রস্তুতিতে খানিক ভাটা পড়েছে ৷ তাই জাঁকজমকপূর্ণ পুজো নয়, বরং নমো নমো করে পুজোর করার সিদ্ধান্ত নিয়েছে একাধিক ক্লাব ৷

প্রতি বছর বেশ ধুমধামের সঙ্গে মা দুর্গার আরাধনা করে রায়গঞ্জের 'বিদ্রোহী' ক্লাব ৷ এই বছরও সেরকমভাবেই প্রস্তুতি শুরু করে ক্লাব কর্তৃপক্ষ ৷ তবে আরজি করের ঘটনার পর আনন্দে মেতে ওঠার ইচ্ছা নেই কারও মনে ৷ কিন্তু পুজোর আর বেশিদিন বাকি নেই ৷ এই মুহূর্তে পুজোর প্রস্তুতি বন্ধ করার মতো অবস্থাও নেই ৷ তাই প্রস্তুতি চলছে নিজের তালে ৷ যদিও প্রতিবাদ, আন্দোলন থামালে চলবে না ৷ সেকারণে পুজোর আমন্ত্রণ পত্রে 'উই ওয়ান্ট জাস্টিস' লেখার সিদ্ধান্ত নিল ক্লাব কর্তৃপক্ষ ৷

নৃশংস ঘটনার প্রতিবাদে সকলকে সামিল করার জন্য় অভিনব এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ক্লাবের পৃষ্ঠপোষক মোহিত সেনগুপ্ত ৷ ঘটনায় সুবিচারের দাবি জানিয়েছেন তিনি ৷ পুজোর আমন্ত্রণ পত্রের উপরে লেখা রয়েছে, "আরজি কর বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই, উই ওয়ান্ট জাস্টিস ৷"

এখানেই শেষ নয় ৷ প্রতিবারের মতো এবারও এই ক্লাব প্রত্যাহার করেছে সরকারি অনুদান । মোহিতের কথায়, "আরজি করে গত 9 অগষ্ট যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দাজনক । দোষীদের আড়াল করছে সরকার । তথ্যপ্রমাণ লোপাট হয়েছে । দেশজুড়ে আন্দোলন চলছে । পুজোর প্রস্তুতি বেশ কয়েকমাস আগে থেকে শুরু হয়েছে । তাই পুজো তো করতেই হবে। কিন্তু তার সঙ্গে চাইছি বিচার । আরজি করের সুবিচারের জন্য প্রতিবাদের স্পৃহা ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যে । তাই এবারের পুজোয় আরজি করের ঘটনার জন্য বিদ্রোহ ঘোষণা করেছে বিদ্রোহী ।"

ABOUT THE AUTHOR

...view details