বর্ধমান, 4 সেপ্টেম্বর:সরিয়ে দেওয়া হল বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে ৷ আরজি কর-কাণ্ডে তাঁর নাম নিয়ে চর্চা শুরু হওয়ার পর থেকেই আন্দোলনকারীদের মধ্যে তাঁর বিরুদ্ধে তীব্র রোষের সৃষ্টি হয়েছিল ৷ তাঁকে কিছুতেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যাতে ঢুকতে না-দেওয়া হয়, কর্তৃপক্ষের কাছে সেই আর্জি জানিয়েছিলেন ছাত্ররা ৷ তাঁদের আর্জি মেনে নিয়েছে কর্তৃপক্ষ ৷ বিতর্ক এড়াতেই তড়িঘড়ি চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপে বদলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে ।
বর্ধমান মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিনিয়র প্যাথলজিস্ট ডা. বিরূপাক্ষ বিশ্বাসকে ডায়মন্ডহারবারের কাকদ্বীপ এসডিএই অ্যান্ড এমএসএসএইচ-এ স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে । আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল বাংলা থেকে সারা দেশ । সেই ঘটনার দিন বর্ধমান মেডিক্যালের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস সেখানে কী করছিলেন তা নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে । এরপর গতকাল তাঁকে সরিয়ে দেওয়া হয় ।
আরজি কর-কাণ্ডের দিন লাল জামার পাশাপাশি নীল জামা পরা কে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তা নিয়ে নতুন করে জট পাকিয়েছে । আন্দোলনকারী চিকিৎসকদের সন্দেহ, ঘটনার দিন নীল জামা পরে আরজি কর মেডিক্যালে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিক্যালের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস । বর্ধমান মেডিক্যালের সিনিয়র চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস । প্রশ্ন ওঠে, বর্ধমান মেডিক্যালের চিকিৎসক হয়ে তিনি সেদিন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কেন গিয়েছিলেন । এই প্রশ্ন তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা । তার জেরেই তাঁকে সরিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে ।